মুম্বাই, ০৮ জানুয়ারি - দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে রাতে অন্ধকারে মুখোশধারীদের হামলার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বলিউড অভিনেতা অনিল কাপুর। সোমবার মালাং ট্রেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ হামলার নিন্দা জানান। অনিল কাপুর বলেন, জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। শিক্ষার্থী ও শিক্ষকদের উপর মুখোশধারী দুষ্কৃতিকারীরা যেভাবে হামলা চালিয়েছে, সেই ছবি দেখে আমি সারা রাত ঘুমোতে পারিনি। অপরাধীদের চিহ্নিত করে শিগগিরই শাস্তির ব্যবস্থা করতে হবে বলেও জানান তিনি। অনিল কাপুরের পাশাপাশি জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন আদিত্য রায় কাপুরকও। এদিকে শুধু অনিল কাপুর বা আদিত্য রয় কাপুর নন, এ হামলার বিরুদ্ধে মুখ খুলেছেন বলিউডের একাধিক সেলিব্রিটি। আয়ুষ্মান খুরানা, রিতেশ দেশমুখ, জেনেলিয়া ডিসুজা, বিশাল দাদলানি, অনুরাগ কাশ্যপ, শাবানা আজমি, স্বরা ভাস্কর, তপসি পান্নুরা নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে সরব হন হামলার প্রতিবাদে। উল্লেখ্য, রোববার রাতে নেহেরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় মুখোশধারীরা। এতে বিশ্ববিদ্যালয়ের ৪২ শিক্ষক-শিক্ষার্থী আহত হন। এন এইচ, ০৮ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2tIz28s
January 08, 2020 at 10:33AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন