কলকাতা, ২৮ জানুয়ারি- আর্তনাদ রুখতে দুমাসের শিশুকন্যার মুখে-গলায় সেলোটেপ পেঁচিয়ে দিয়েছিলেন মা। তার পর নৃশংস ভাবে খুন করে শিশুকে ম্যানহোলে ফেলেও দিয়ে এসেছিলেন তিনি। এখানেই শেষ নয়। সন্দেহ ঘোরাতে মা সন্ধ্যা মালো ফেঁদেছিলেন অপহরণের গল্প! পশ্চিমবঙ্গের কলকাতার বেলেঘাটার এই হাড় হিম করা শিশুখুনের ঘটনায় তদন্তকারীরা যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন অপরাধীর মনস্তত্ত্বের উপর। আপাতত এই ঘটনায় উঠে আসছে পোস্টন্যাটাল ডিপ্রেশন তত্ত্ব। মনের কোন অবস্থা থেকে এক জন সদ্য মা হওয়া নারী এমন নৃশংস হতে পারেন? কী ভাবে এতটা অপরাধপ্রবণ হয়ে উঠতে পারেন এক জন মা, আগে যাঁর তেমন কোনও অপরাধের রেকর্ড নেই? এই ঘটনার অন্যতম কারণ হিসেবে, পোস্টন্যাটাল তত্ত্বে সায় দিচ্ছেন মনোবিদরা। তাঁদের মতে, পোস্টন্যাটাল ডিপ্রেশন কোনও নতুন ঘটনা নয়। সকলেরই হবে, এমনটাও নয়। তবে অনেকেরই হয়। কিন্তু, তার প্রভাবে এত বড় অপরাধ করে ফেলার নজির খুব কমই রয়েছে। এই ধরনের অপরাধপ্রবণতায় পোস্টন্যাটাল ডিপ্রেশনের চেয়েও আরো একটু এগিয়ে পোস্টপার্টাম ব্লু-কেই দায়ী করছেন মনোবিদ অমিতাভ মুখোপাধ্যায়। তাঁর মতে, পোস্টপার্টাম ব্লু বা পোস্টন্যাটাল ডিপ্রেশন যাই বলি না কেন, এগুলো সবই হয় মস্তিষ্কে হরমোনের ভারসাম্যহীনতার জন্য। সাধারণত প্রসবের এক মাস পর থেকেই এই পোস্টপার্টাম ব্লু দানা বাঁধে মনে। অনেকেই এর প্রভাবে প্রসবের পর নিজের পাশাপাশি সন্তানের যত্ন করা ছেড়ে দেন। ভাবতে থাকেন, এই পৃথিবীতে সন্তান ও তাঁর বেঁচে থাকা অর্থহীন। তখন সন্তানকে পৃথিবী থেকে সরাতে এতটাই বদ্ধপরিকর হন মা যে, তার জন্য যে কোনও নৃশংস পথ তিনি বেছে নিতে পারেন। অপরাধ ঢাকতেও উদ্যোগ নেন। বেলেঘাটার ঘটনাটিও এই প্রবণতার প্রমাণ। তবে এক জনের এমন মানসিকতা তৈরি হয়েছে কি না তা জানতে, তাঁর সঙ্গে চিকিৎসকের মাধ্যমে নিবিড় ভাবে বার বার কথা বলা দরকার। কেন হয় এমন? মনোবিদদের মতে, এমনটা হওয়ার নানা কারণ থাকে। ভারতীয়দের ক্ষেত্রে মূলত যে বিষয়গুলির কারণে পোস্টন্যাটাল ডিপ্রেশন বা পোস্টপার্টেম ব্লু দেখা যায়, তা হল: প্রথমবার মা হওয়ার সময় মাতৃত্ব নিয়ে নানা অজ্ঞতা, অনভিজ্ঞতা থেকে সন্তানকে বোঝা মনে করেন অনেকে। মনের দিক থেকে সন্তানাকাঙ্ক্ষী না হলেও এমনটা হতে পারে। প্রথম সন্তানের জন্মের পর নানা সমস্যা বা অঘটন দেখা দিলে দ্বিতীয়বার এই প্রবণতা তৈরি হয়। সন্তানের জন্মের পর সহবাস নিয়ে উদ্বেগে থাকেন অনেকে। সেটাও ডেকে আনে এমন ডিপ্রেশন। অনেক পরিবারে পুত্রসন্তানের চাহিদা থাকে। কন্যা হলে কী কী হতে পারে তার আভাস হবু মাকে নরমে-গরমে বুঝিয়ে দিতে থাকেন পরিবারের লোকজন। অশিক্ষা থেকে এ সব চাপ এলেও এগুলোর সঙ্গে লড়ার মতো মানসিকতা থাকে না অনেকেরই। অনেকেই ভয় পান, কেউ বা অত্যাচার সহ্য করতে না পেরে আগত সন্তানকেই এ সবের জন্য দায়ী ভাবতে থাকেন। তখন তাকে খুন করার মানসিকতা দেখা যায় অনেকের মধ্যেই। মা নিজেও অনেক সময় এতটাই পুত্র বা কন্যা সন্তানের চাহিদায় মশগুল থাকেন যে, সন্তান ইচ্ছানুযায়ী না হলে তীব্র হাহাকার ঘিরে ধরে। তখনও সন্তানের প্রতি অত্যাচার বাড়তে পারে। পরিবারের সামাজিক ও আর্থিক অবস্থাও এমন ডিপ্রেশনের জন্ম দিতে পারে। পারিবারিক ইতিহাসে এমন রোগের উপস্থিতি থাকলে তা-ও উস্কে দেয় অসুখের সম্ভাবনা। বেলেঘাটার এই ঘটনাটি যদি সত্যিই এমন পোস্টন্যাটাল ডিপ্রেশনের কারণেই ঘটে থাকে, তা হলে তার উপসর্গ অনেক আগে থেকেই সন্ধ্যা মালোর মধ্যে দেখা দিয়েছিল বলে চিকিৎসকদের মত। সাধারণত এই ধরনের অসুখ এক দিনেই এতটা বাড়াবাড়ির পর্যায়ে যায় না। তিলে তিলে বিরক্তি, ঘৃণা জমতে জমতে এমন হয়। অভিযুক্তের সঙ্গে তাঁর বাড়ির লোকজনের সঙ্গেও কথা বলা দরকার। সাধারণত এই অসুখে শিশুকে জন্ম দেওয়ার ১৫ দিন বা এক মাস পর থেকেই এর উপসর্গগুলি দেখা দেয়। কী সেই উপসর্গ? প্রেগন্যান্সির সময় যতটা মুড সুয়িং ছিল, এ বার তার পরিমাণ অনেকটা বেড়ে যায়। প্রবল বিরক্তি, অল্পেই রাগ দেখানো, জিনিসপত্র ভেঙেচুরে বা তীব্র অশান্তি করে রাগ প্রকাশ বা অযৌক্তিক ব্যবহার বাড়তে থাকে। হতাশা, ক্লান্তির সঙ্গে তীব্র অবসাদ গ্রাস করে অনেককে। সন্তানকে সহ্য করতে পারেন না এ সব থেকেই। দীর্ঘ অনিদ্রা, ভয়ে ভয়ে থাকা, সন্তানকে আদর করা থেকে বিরত থাকা এগুলো দেখেও অসুখ চেনা যায়। প্রসবের সপ্তাহ দুয়েকের মধ্যে ৫০০ জন নতুন মায়ের মধ্যে এক জন এমন কিছু দেখতে বা শুনতে পান যা অন্য কেউ পাচ্ছেন না, অবাস্তব কিছুতে অন্ধ বিশ্বাস করতে শুরু করেন বা প্রবল উদ্যম নিয়ে ভুলভাল কাজে মেতে থাকেন। একে বলে পোস্টপার্টাম সাইকোসিস। এমনটা রুখতে প্রথম থেকে প্রি প্রেগন্যান্সি কাউন্সেলিংয়ের প্রয়োজন। এতে মা মাতৃত্বকে অনেক সহজ ভাবে গ্রহণ করে একে উপভোগ করতে পারেন। হবু মা-ও সন্তানকে চাইছেন কি না এটা খতিয়ে দেখাও খুব জরুরি। এ ছা়ড়া এমন রোগের উপসর্গ দেখলে মনোচিকিৎসকের তত্ত্বাবধানে দীর্ঘ দিন চিকিৎসা করলে সমস্যা মিটে যায়। এমন সময় বিপদ এড়াতে শিশুকে মায়ের থেকে দূরে রাখা উচিত। সূত্র: আনন্দবাজার পত্রিকা আর/০৮:১৪/২৮ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2RPUdOw
January 28, 2020 at 04:56AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
মাওবাদী হানায় মৃত তথা নিখোঁজ ৪ জনের পরিবারকে নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী
07 Oct 20200টিকলকাতা, ৭ অক্টোবর- কথা রাখলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবারের ঘোষণা মতোই ঝাড়গ্রামের প্রশাসনিক সভা থেকে মাও...আরও পড়ুন »
ডেমোক্রেসির বদলে বাংলায় মমতাক্রেসি চলছে
06 Oct 20200টিকলকাতা, ৬ অক্টোবর- বিজেপি নেতা মণীশ শুক্লাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...আরও পড়ুন »
বিজেপি নেতা মণীশ খুনের ঘটনায় উত্তপ্ত পশ্চিমবঙ্গ
06 Oct 20200টিকলকাতা, ০৬ অক্টোবর- বিজেপি নেতা মণীশ শুক্ল খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হলেও উত্তপ্ত পরিস্থিতি ব...আরও পড়ুন »
বিজেপি নেতা মনীশ শুক্লার মৃত্যু ঘিরে রণক্ষেত্র বারাকপুর
05 Oct 20200টিকলকাতা, ৫ অক্টোবর- অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপির দাপুটে নেতা মণীশ শুক্লাকে খুনের ঘটনায় সোমবার সকাল থেক...আরও পড়ুন »
পশ্চিমবঙ্গে বিজেপি নেতাকে গুলি করে হত্যা
05 Oct 20200টিকলকাতা, ৫ অক্টোবর- পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের মণীশ শুক্লা নামে এক বিজেপি নেতাকে গুলি করে হত্যা করেছে ...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.