সিডনি, ১০ জানুয়ারি- অস্ট্রেলিয়ায় দাবানলে হতাহতদের সাহায্যার্থে তহবিল গঠনের জন্য নিজের প্রিয় ব্যাগি গ্রিন নিলামে তোলার ঘোষণা দিয়েছেন দেশটির সাবেক কিংবদন্তী স্পিন তারকা শেন ওয়ার্ন। সেই ব্যাগি গ্রিন রেকর্ড প্রায় ৬ কোটিতে বিক্রি হয়েছে। অস্ট্রেলিয়ার দাবানলে প্রায় ১০০ কোটিরও বেশি প্রাণী জীবন হারিয়েছে। ধ্বংস হয়ে গেছে একরের পর একর বনাঞ্চল। জীবন হারিয়েছে ২৭ জন মানুষও। নিজ দেশের ক্ষতিগ্রস্তদের জন্য কিছু করার তাগিদে নিজের ব্যাগি গ্রিন ক্যাপটা নিলামে তোলার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ান স্পিন জাদুকর শেন ওয়ার্ন। ৫০ বছর বয়সী লেগ স্পিনার এই ব্যাগি গ্রিন টুপি পড়ে ১৪৫ টেস্টে নিয়েছিলেন ৭০৮ উইকেট। কিংবদন্তি ক্রিকেটার তার ব্যাগি গ্রিনের ঐতিহাসিক মূল্যটা ঠিকই পেয়েছে। আগেরদিন নিলামে ৫ লাখ দাম ওঠেছিল ক্যাপটির। তবে এবার সেই দাম গিয়ে ঠেকে এক মিলিয়ন বা ১০,০৭,৫০০ অস্ট্রেলিয়ান ডলারে। বাংলাদেশি মুদ্রায় যা ৬ কোটি (৫৮৭২৮৬৭৭) টাকার কাছাকাছি। এর আগে আর কোনো অজি ক্রিকেটারের ব্যাগি গ্রিন এত বেশি মূল্যে বিক্রি হয়নি। ২০০৩ সালে স্যার ডন ব্রাডম্যানের ক্যাপ বিক্রি হয়েছিল সোয়া ৪ লাখ অস্ট্রেলিয়ান ডলার। ওয়ার্নের ব্যাগি গ্রিন ক্যাপটি কিনেছে সিডনির এমসি নামক এক কোম্পানি। নিলামের শেষ মুহুর্তে ১ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের বেশি বিড করে টুপিটি কিনে নেয় তারা। নিলামে ক্যাপ বিক্রি থেকে প্রাপ্ত সমস্ত অর্থ ওয়ার্ন দিয়ে দিবেন রেড ক্রসের তহবিলে। যাতে সমস্ত অর্থ কাজে লাগে দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য। সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/০৮:১৪/১০ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2R69uuf
January 10, 2020 at 06:31AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top