এখন চলছে বিয়ের মৌসুম! জীবনে সবচেয়ে মধুরতম সম্পর্ক বিয়ে। এ নিয়ে সবার জীবনে থাকে রঙিন স্বপ্ন। তারকাদের বিয়ে নিয়েও সাধারণ মানুষের আগ্রহ কম নয়। তারা কবে বিয়ে করছেন, কাকে বিয়ে করছেন এর উত্তর সাধারণরা খুঁজে বেড়ান। আজকের আয়োজন এমন কিছু তারকাকে নিয়ে যারা এ বছর বসতে পারেন বিয়ের পিঁড়িতে। সাদিকা পারভীন পপি ক্যারিয়ারের শুরুর দিকেই চিত্রনায়ক শাকিল খানের সঙ্গে বিয়ের গুঞ্জন চাউর হয় সাদিকা পারভীন পপির। তবে ওই বিয়ের গুঞ্জনটা গুঞ্জন বলেই উড়িয়ে দেন নায়িকা। তখনকার সময়ে শাকিল-পপি জুটির জনপ্রিয়তার সূত্র ধরেই হয়তো এমন গুঞ্জনের সূচনা। পরবর্তী সময় শাকিল খান বিয়ে করে সংসারী হলেও এখনো অবিবাহিত আছেন পপি। এবার পপি নাকি বিয়ের জন্য সম্মতি দিয়েছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নায়িকার ভাষ্য, চলতি বছরের শেষ দিকে বিয়ের কাজটা সেরে ফেলব। নতুন বছরে নিজেকে নতুনভাবে সাজাতে চাই আমি। পাত্র এখনো ঠিক হয়নি। পরিবারের পক্ষ থেকে ছেলে দেখা শুরু হয়েছে। শাকিব খান বিয়ে, ক্যারিয়ার ও সমালোচনা সব সময়ই থাকে শাকিব খানের। প্রতিবছরের মতো নতুন বছরেও শাকিব খানের বিয়ে নিয়ে আলোচনা শুরু হয়েছে। শাকিব বলেন, আমি এখন আমার জীবনকে নতুন করে সাজাতে চাই। স্থির মানুষ হতে চাই। এর জন্য দরকার একজন রিয়েল লাইফ পার্টনার। আগেও যে চেষ্টা করিনি তা কিন্তু নয়। মিডিয়াকে ভালোবাসি বলে এ জগতের মানুষের সঙ্গে চিরদিনের বাঁধনে নিজেকে বেঁধেছিলাম। কিন্তু কী হয়েছে সেটা সবাই দেখেছেন। তবে এবার পার্সোনাল আর প্রফেশনাল লাইফের মধ্যখানে বিভক্তি টানতে চাই। এবার আমি যার সঙ্গে জীবন বাঁধব সে হবে অন্য ভুবনের বাসিন্দা। এ জন্য প্রয়োজন বুদ্ধিদীপ্ত মন আর উজাড় করা ভালোবাসায় ভরা জীবন সাথি। অপু বিশ্বাস বিয়ে নিয়ে অপু বিশ্বাসের ভবিষ্যৎ পরিকল্পনা আছে। তিনি প্রফেশনাল ও ব্যক্তিগত দুটি জীবনকেই প্রাধান্য দিচ্ছেন। তবে সুন্দরভাবে, বিতর্কিতভাবে নয়। এজন্য অনেকটা সময় অপেক্ষা করতে হবে। কারণ অপু এখনো মানসিকভাবে প্রস্তুত নন। অপু বলেন, বিয়ে নিয়ে আমার পরিবার ভাবছে। কারও বেবি আছে, কারও পরিবার আছে এটা আমার পছন্দ নয়। মোট কথা বিবাহিত মানুষ বিয়ে তো দূরে থাক পছন্দের কাতারেও থাকবে না। এটা আমার ব্যক্তিগত চয়েজ। আমার পরিবারকে এমনটাই বলে দিয়েছি। এর আগে ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে শাকিব খান ও অপু বিশ্বাস বিয়ে করেন। ২০১৭ সালে নিজেদের বিয়ে ও ছেলের ব্যাপারটি প্রকাশ্যে নিয়ে আসেন অপু। বর্তমানে তাদের একমাত্র সন্তান আব্রাম খান জয় মা অপু বিশ্বাসের সঙ্গে বসবাস করে। এখন অপু বিশ্বাস সিঙ্গল মাদার। বিদ্যা সিনহা মিম মিডিয়ার মানুষকে বিয়ে করবেন? নাকি বাইরের? এমন প্রশ্নের মুখোমুখি হতে হয় মিমকেও। প্রতিবছরই বিয়ের সম্ভাবনা থাকে মিমের। এ নিয়ে আলোচনাও কম নয়। অনেকেই বলেন, মিম নাকি প্রেমও করছেন। ২০২০ সালে মিম বিয়ে করবেন কিনা-এমন প্রশ্নের উত্তর এখনো মেলেনি। তবে মিম বলেন, যদি বিয়ে করি তা হলে মিডিয়ার বাইরের মানুষকে বিয়ে করব। পরীমনি বছরজুড়েই আলোচিত অভিনেত্রী পরীমনি। তার গ্ল্যামারের প্রেমে পড়েননি-এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তার ভক্তদের জন্য বিষয়টা দুঃসংবাদই-বিয়ে করতে যাচ্ছেন পরী। দিনতারিখ চূড়ান্ত না হলেও পুরান ঢাকায় বিয়ে করছেন এমনটা জানা গেছে। এমনকি আংটি বদলও করেছিলেন পরী। কিন্তু শেষ পর্যন্ত বিয়ে হয়নি। নতুন বছরে নতুন করে ভাবছেন পরী। তবে কাকে বিয়ে করবেন সেটা এখনো প্রকাশ করেননি। পরী বলেন, বিয়ে নিয়ে কোনো কথাই বলব না। যা হবে সবাই দেখবে। নুসরাত ফারিয়া চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ফেসবুকে একটা জরিপ চালান। বিষয়টা ছিল ২০১৯ সালে বিয়ে নাকি ছবি করা উচিত? জরিপে ৭০ ভাগ ভোট পড়েছে বিয়ের এবং ৩০ ভাগ ভোট সিনেমা করার জন্য। বিয়ের পক্ষে ভোট বেশি পেলেও গত বছর বিয়ে করেননি তিনি। নতুন বছরে বিয়ে নিয়ে কী ভাবছেন ফারিয়া। তিনি বলেন, বিয়ে করব তবে এখন আমি প্রস্তুত নই। তবে কবে বিয়ে করব সেটা শিগগির জানাব সবাইকে। আর/০৮:১৪/১০ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/307yZPL
January 10, 2020 at 05:10AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top