ঢাকা, ১০ জানুয়ারি- তিন মোড়ল নীতি ছিল যথেষ্ট সমালোচিত। এরপরেই আইসিসি সবচেয়ে বেশি সমালোচনার শিকার হয়েছে চার দিনের টেস্ট ইস্যুতে। এই মুহূর্তে ক্রিকেট বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয় এই চার দিনের টেস্ট। ২০২৩ থেকে ২০৩১ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে চার দিনের টেস্ট বাধ্যতামূলক করতে চায় আইসিসি। কেবল ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া বোর্ড ব্যাতিত ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন বিশ্বের প্রায় সকল সাবেক ও বর্তমান ক্রিকেটার। সেই বিরোধিতায় এবার হাওয়া দিলেন দ্য ইউনিভার্স বস খ্যাত ক্রিস গেইল। তিনি বললেন, টেস্টকে পাঁচ দিনেই রাখা উচিত। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে বিপিএল খেলতে বাংলাদেশে আসা টি-টোয়েন্টির এই মহাতারকা বলেন, আমি এর পক্ষে নই। আমি ১০০ (১০৩টি) টেস্ট খেলেছি। কিছু ম্যাচ শেষ হয়েছিল তিন দিনে, কয়েকটি চার দিনে। তবে পাঁচ দিনের টেস্টই সেরা। টেস্টকে চার দিনে নামিয়ে আনার পক্ষে নই। এটি যুগ যুগ ধরে চলে আসছে, তাহলে কেন শুধু শুধু এটিকে পাল্টানো হবে? পাঁচ দিনের টেস্ট খেলতে পারাটা জীবনকে বদলে দেওয়ার মতো একটা অভিজ্ঞতা হতে পারে। সূত্র: বিডি২৪লাইভ আর/০৮:১৪/১০ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/39YhXbg
January 10, 2020 at 04:49AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top