লাহোর, ২৩ জানুয়ারি- সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মোহাম্মদ আমির আর ওয়াহাব রিয়াজ- তারকা এই চার ক্রিকেটারের কেউ নেই এ সিরিজে। সাকিব আল হাসান এক বছরের জন্য আইসিসির নিষেধাজ্ঞায়। আর পরিবারের আপত্তির মুখে পাকিস্তান যাননি মুশফিকুর রহীম। অন্যদিকে পাকিস্তানের দুই দ্রুতগতির বোলার মোহাম্মদ আমির এবং ওয়াহাব রিয়াজকে দলেই রাখা হয়নি। এ মুহূর্তে দেশের সবচেয়ে পরিণত, অভিজ্ঞ ও দক্ষ দুই ফাস্টবোলারকে বাইরে রেখেই তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য দল সাজিয়েছে পাকিস্তান। তারপরও সিরিজের আগে তাদের নিয়ে কথা উঠছে। নানা ভাবে, নানা ইস্যুতে। আজ (বৃহস্পতিবার) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজ শুরুর আগে বাংলাদেশ অধিনায়কের প্রেস কনফারেন্সেও ঐ চারজনের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তোলা হলো। মাহমুদউল্লাহ রিয়াদের কাছে এক পাকিস্তানি সাংবাদিক জানতে চাইলেন, সাকিব আর মুশফিকের অভাবটা কিভাবে পূরন করবেন আপনারা? আর স্পিডস্টার আমির-ওয়াহাবের না খেলাটা কি আপনার দলের জন্য স্বস্তির? মাহমুদউল্লাহ উত্তরে বললেন, হ্যাঁ, এটা সত্য-সাকিব আর মুশফিক বড় খেলোয়াড়। অনেক ভালো ও অতি কার্যকর পারফরমার। তবে কঠিন সত্য হলো, তারা কেউ নেই এ সিরিজে। আর আমাদের যারা আছে, তারাও ভালো খেলেই দলে এসেছে। আমাদের দলটি বেশ তারুণ্য নির্ভর। বিপিএলের উপমা টেনে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, আপনারা শেষ বিপিএলটা দেখলে বুঝতে পারবেন, আমাদের দলটা তারুণ্যের শক্তিতে ভরপুর। বেশ কয়েকজন দুর্দান্ত খেলোয়াড় আছে আমাদের দলে। তারুণ্যের ওপর ভরসা আছে আমাদের। আর অভিজ্ঞতার কথা বললে আমাদের লাইন আপেও অভিজ্ঞ-পরিণত পারফরমার আছেন। সৌম্য (সরকার), আমি, তামিম (ইকবাল), মোস্তাফিজুর (রহমান), রুবেল (হোসেন), আলআমিন (হোসেন), শফিউল (ইসলাম)- এরা সবাই আছে। আমি মনে করি আমাদের দলে তারুণ্য আর অভিজ্ঞতার এক দারুণ মিশেল রয়েছে। পাকিস্তান দলে আমির-ওয়াহাবের না থাকা সুবিধা কি না, এই বিষয়টি নিয়ে বলতে গিয়ে রিয়াদের মন্তব্য, আমি আসলে সেভাবে ভাবি না। আমির এবং ওয়াহাব বেশ অভিজ্ঞ বোলার। তাদের না থাকা আসলে অন্যদের জন্য ভালো সুযোগ নিজেদের সামর্থ্য প্রমাণের। রিয়াদের শেষ কথা, আমি আসলে এসব নিয়ে ভাবছি না। নিজেদের খেলার দিকেই মনোযোগ দিচ্ছি , কীভাবে ভালো খেলা যায়- সেই চিন্তাই করছি আমরা। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/২৩ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/30PoPE4
January 23, 2020 at 06:39PM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের সূচি প্রকাশ
07 Oct 20200টিঢাকা, ০৭ অক্টোবর- শ্রীলংকা সফর না হওয়ায় ঘরোয়া ক্রিকেট শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের মূল ক্...আরও পড়ুন »
বার্তামেউয়ের বিরুদ্ধে অনাস্থা ভোট!
07 Oct 20200টিবার্সেলোনার বোর্ড নির্বাচন আগামী মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা। ওই সময়ই ঠিক হওয়ার কথা জোসেপ মারিও বার্তা...আরও পড়ুন »
বেতন কাটা নিয়ে বার্সার আলোচনা শুরু
07 Oct 20200টিকরোনার কারণে গত মার্চ থেকে কমাস ফুটবল বন্ধ ছিল। এ সময় বড় ক্লাবসহ বিশ্বের অধিকাংশ ক্লাবই ফুটবলারদের ব...আরও পড়ুন »
অস্ট্রেলিয়া-ভারত গোলাপি বলের টেস্ট চূড়ান্ত
07 Oct 20200টিক্যানবেরা, ০৭ অক্টোবর- এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ও ভারতের চার টেস্টের সিরিজ দিবারাত্রির ম্যাচ দিয়...আরও পড়ুন »
নারীর প্রতি মনোভাব বদলের ডাক মাশরাফীর
07 Oct 20200টিঢাকা, ৭ অক্টোবর- উদ্বেগজনক হারে বাড়ছে নারীর প্রতি সহিংসতার হার। সিলেটে এমসি কলেজসহ নোয়াখালীর বেগমগঞ্...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.