ঢাকা, ১৯ জানুয়ারী - জুয়াড়ির সঙ্গে কথোপকথনের বিষয়টি আইসিসিকে না জানানোয় সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ২২ গজ থেকে দূরে থাকলেও সময়টি সামাজিক কাজে ব্যয় করছেন তিনি। শুক্রবার রাতে দেখা গেল শীতবস্ত্র ও কম্বল হাতে নিয়ে নিজ জেলা মাগুরায় রাস্তায় রাস্তায় ঘুরছেন সাকিব। দরিদ্রপীড়িত ও অসহায়দের মাঝে তা বিতরণ করছেন। কনকনে শীতে ফুটপাতে শুয়ে থাকাদের গায়ে নিজেই কম্বল জড়িয়ে দিচ্ছেন। আজ সকালে সাকিব আল হাসানের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এমন সব ছবিই দেখা গেল। জানা গেছে, বিখ্যাত মোটরবাইক ব্র্যান্ড ইয়ামাহার উদ্যোগে এই মানবিকসেবার আয়োজনে অংশ নেন সাকিব আল হাসান। ইয়ামাহ বাইক ব্যবহারকারীদের সংগঠন ইয়ামাহ রাইডার্স ক্লাব-এর ফেসবুক পেজে প্রথম আপলোড করা হয় সাকিবের কম্বল বিতরণের ছবি। এরই মধ্যে ছবিগুলো ভাইরাল হয়ে গেছে। ছবিগুলোর ক্যাপশনে লেখা হয়েছে ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান গতকাল (শুক্রবার) সন্ধ্যার পর তার নিজ এলাকা মাগুরায় সুবিধাবঞ্চিত মানুষদের কম্বল বিতরণ করেন। এমন উদ্যোগকে শুভকামনা জানিয়ে চলুন সকলে মিলে নিজেদের জায়গা থেকে বাড়িয়ে তিই সাহায্যের হাত। সুত্র : যুগান্তর এন এ/ ১৯ জানুয়ারী
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/30zYlpF
January 19, 2020 at 11:58AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন