ঢাকা, ০৭ জানুয়ারি - ঢাকায় বঙ্গবন্ধু বিপিএলের শেষপর্বের প্রথম দিনের লড়াইয়ে মুখোমুখি কুমিল্লা ওয়ারিয়র্স আর সিলেট থান্ডার। মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছে কুমিল্লা। প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে তারা। অর্থাৎ সিলেট প্রথমে ব্যাটিং করবে। দুই দলের মধ্যে আগেই বিদায় নিশ্চিত হয়ে গেছে সিলেট থান্ডারের। নিজেদের শেষ ম্যাচ (১২তম) খেলতে নামার আগে সিলেটের নামের পাশে মাত্র ১টি জয়। অপরদিকে শেষ চারের লড়াইয়ে এখনও টিকে আছে কুমিল্লা ওয়ারিয়র্স। ৯ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচ নম্বরে আছে দলটি। কুমিল্লা একাদশ : আন্দ্রে ফ্লেচার (অধিনায়ক), আবদুল মজিদ, জনসন চার্লস, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন মিলন, জীবন মেন্ডিস, নাজমুল অপু, নাইম হাসান, সোহাগ গাজী, দেলোয়ার হোসেন, এবাদত হোসেন। সিলেট একাদশ : সৌম্য সরকার, উপুল থারাঙ্গা, ইয়াসির আলি, ডেভিড মালান (অধিনায়ক), ডেভিড উইজ, ফারদিন হাসান, সানজামুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, মুজিব উর রহমান, আল আমিন হোসেন, আবু হায়দার। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৭ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/37FhZmA
January 07, 2020 at 09:18AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন