ঢাকা, ০৭ জানুয়ারি - কলকাতার নন্দিত গায়ক, নির্মাতা ও অভিনেতা অঞ্জন দত্ত আবারও ঢাকায় আসছেন। মুজিববর্ষ ও ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের সদস্যদের চাকরিতে প্রবেশের ৭ বছর পূর্তির অনুষ্ঠানে গাইবেন তিনি। আগামী ২৪ জানুয়ারি রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে অঞ্জন দত্ত গান করবেন বলে বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের বরাতে জানা গেছে। এর আগে গেল বছরের জুলাই মাসে নিজের প্রোডাকশন হাউজের সেলসম্যানের সংসারর প্রদর্শনীতে হাজির হয়েছিলেন অঞ্জন দত্ত। এছাড়াও বহুবার তিনি বাংলাদেশে পারফর্ম করে গেছেন। মূলত গান দিয়েই বাংলাদেশে নিজের জনপ্রিয়তা তৈরি করেছেন অঞ্জন। দীর্ঘদিনের ক্যারিয়ারে বেলা বোস, শুনতে কি পাও, মালা, কাঞ্চনজংঘা এমন অসংখ্য গানের স্রষ্টা অঞ্জন দত্ত। নিজেই লেখেন নিজেই সুর করে গান। তার গানের অন্যতম শক্তি কথা। নান্দন্দিক কাব্যে তিনি গানে গানে তুলে আনেন প্রেম-বিরহ, জীবনবোধ, বন্ধুত্ব। গানের বাইরে ১৯৯৮ সালে প্রথম চলচ্চিত্র পরিচালনা করেছেন তিনি। এছাড়া অভিনয় করছেন সিনেমার পর্দাতেও। এন এইচ, ০৭ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2ZW4hsZ
January 07, 2020 at 08:53AM
07 Jan 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top