সিডনি, ০৫ জানুয়ারি - মাথার ওপর অস্ট্রেলিয়ার বড় রানের চাপ। নাথান লিয়নের ঘূর্ণিতে সেই চাপ কাটিয়ে উঠার উপায়টা পেল না নিউজিল্যান্ড। সিডনিতে অসি অফস্পিনারের জাদুতে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস গুটিয়ে গেছে ২৫১ রানেই। প্রথম ইনিংসে ২০৩ রানের বড় ব্যবধানে এগিয়ে থাকা অস্ট্রেলিয়ার জন্য সিডনি টেস্টের লাগাম হাতে নেয়া কঠিন কিছু হয়নি। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটেই ৪০ রান তুলেছে অসিরা। ডেভিড ওয়ার্নার ২৩ আর জো বার্নস ১৬ রান নিয়ে ব্যাটিংয়ে আছেন। হাতে ১০ উইকেট নিয়ে টিম পেইনের দলের লিড এখন ২৪৩ রানের। বিনা উইকেটে ৬৩ রান নিয়ে তৃতীয় দিনে খেলতে নেমেছিল নিউজিল্যান্ড। দিনের শুরুতেই আঘাত হানেন লিয়ন, টম ব্লান্ডেলকে (৩৪) করেন বোল্ড। এরপর ৩১ রান করা জিত রাভালকে এলবিডব্লিউ করে কিউইদের দ্বিতীয় উইকেটের পতনও ঘটান এই অফস্পিনার। দেখেশুনে খেলছিলেন টম লাথাম। কিউই ওপেনারকে হাফসেঞ্চুরির দোরগোড়ায় (৪৯) ফেরান প্যাট কামিন্স। অভিজ্ঞ রস টেলরও (২২) হন এই পেসারেরই শিকার। মিচেল স্টার্কের দুর্দান্ত এক ডেলিভারিতে বিজে ওয়াটলিং বোল্ড হন ৯ রান করে। ২০ রানে রানআউট কলিন ডি গ্র্যান্ডহোম। তবু লড়াই চালিয়ে যাচ্ছিলেন গ্লেন ফিলিপস। হাফসেঞ্চুরি করা (৫২) এই ব্যাটসম্যানকে ফিরিয়ে প্রতিরোধ ভাঙেন সেই কামিন্সই। এরপর লেজটা ছেঁটে দিতে কষ্ট হয়নি লিয়নের। শেষের ৩ উইকেটই নিয়েছেন অসি এই অফস্পিনার। সবমিলিয়ে ৬৮ রান খরচায় ৫ উইকেট লিয়নের। ৩টি উইকেট শিকার কামিন্সের। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৫ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2QMLhcb
January 05, 2020 at 09:58AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top