ইসলামাবাদ, ০৫ জানুয়ারি - পাকিস্তানের মাটিতে দুই টেস্টের সিরিজ খেলতে নারাজ বাংলাদেশ। এটা পুরনো খবর। পাকিস্তানের নিরাপত্তা নিয়ে পুরোপুরি আস্থাশীল হতে না পারায় বাংলাদেশ চাইছে শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলে স্বল্প সময়ে দেশে ফেরত আসতে। টাইগাররা টেস্ট খেলতে চায় নিরপেক্ষ ভেন্যুতে। এদিকে পাকিস্তানও নাছোড়বান্দা। সম্প্রতি পাকিস্তান থেকে টেস্ট সিরিজ খেলে গেছে শ্রীলঙ্কা। কোনো বিপদ ছাড়াই শেষ হয়েছে এই সিরিজ। এরপর বাংলাদেশ পাকিস্তানে টেস্ট খেলতে অস্বীকৃতি জানাবে, সেটি মানতে পারছে না তারা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে বারবারই জোর দিয়ে বলা হচ্ছে, টেস্ট খেললে বাংলাদেশকে পাকিস্তানের মাটিতেই খেলতে হবে। নিরপেক্ষ ভেন্যুতে খেলার কোনোই সুযোগ নেই। এমন অবস্থায় নাকি বাংলাদেশ থেকে প্রস্তাব দেয়া হয়েছে, একটি টেস্ট পাকিস্তানে আরেকটি টেস্ট ঢাকায় খেলার জন্য। এক প্রতিবেদনে এসেছে, বাংলাদেশের এমন প্রস্তাবকে অদ্ভুত বলে প্রত্যাখ্যান করেছে পিসিবি। পিসিবির একজন কর্তা বলেন, এটা অদ্ভুত যে বিসিবি পাকিস্তানের মাটিতে একটি টেস্ট খেলতে চায়, ফিরতি টেস্টটি খেলার প্রস্তাব করেছে বাংলাদেশে। গোপনে এই প্রস্তাবটি দেয়া হয়েছে, তবে আমরা সেটা প্রত্যাখ্যান করেছি। পাকিস্তান সফরে তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলার কথা রয়েছে বাংলাদেশের। আগামী ১৮ জানুয়ারি থেকে সিরিজটি শুরু হওয়ার কথা। তবে বিসিবি এখনও নিশ্চিত করতে পারেনি, সফরটা আদৌ হবে কি না। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৫ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Fo8ig8
January 05, 2020 at 09:39AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top