দারুণ এক জয়ে বার্সেলোনাকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল রিয়াল মাদ্রিদ। গতকাল রবিবার রাতে লা লিগার ম্যাচে ভাইয়াদলিদকে ১-০ গোলে হারায় জিনেদিন জিদানের দল। একমাত্র গোলটি করেন নাচো ফের্নান্দেস। এদিন ম্যাচের ১২তম মিনিটে সেট পিসে গোলমুখে বল পেয়ে হেডে প্রতিপক্ষের জালে বল জড়ান রিয়ালের কাসেমিরো। তবে ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি। এরপর অধিকাংশ সময় বল দখলে রেখে প্রতিপক্ষের ওপর চাপ ধরে রাখলেও বিরতির আগে তেমন কোনো উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি জিদানের শিষ্যরা। তবে দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে এগিয়ে যেতে পারতো রিয়াল যদি না রদ্রিগোর জোরালো শট রুখতে ব্যর্থ হতেন ভাইয়াদলিদের গোলরক্ষক। ৬৭তম মিনিটে তরুণ ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের দারুণ ক্রসে করিম বেনজেমার হেড একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর একের পর এক আক্রমণ করেও সাফল্যের দেখা মিল ছিল না। অবশেষে ৭৮তম মিনিটে ডান দিক থেকে টনি ক্রুসের বাড়ানো ক্রসে হেডে প্রতিপক্ষের জাল খুঁজে নেন নাচো। শেষ দিকে ভাইয়াদলিদও একবার জালে বল পাঠিয়েছিল। তবে পরিষ্কার অফসাইডের কারণে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। এ জয়ের পর ২১ ম্যাচে ১৩ জয় ও সাত ড্রয়ে রিয়ালের পয়েন্ট ৪৬। এদিকে আগের দিন ভ্যালেন্সিয়ার কাছে হেরে যাওয়া বার্সেলোনা নেমে গেল দুইয়ে। তাদের পয়েন্ট ৪৩। আর ৩৮ পয়েন্ট নিয়ে তিনে আছে সেভিয়া। সূত্র: কালের কন্ঠ আর/০৮:১৪/২৭ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/36vkgzV
January 27, 2020 at 04:29AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন