ঢাকা, ২৭ জানুয়ারি- পাকিস্তান সফরে যাচ্ছে তাই খেলা উপহার দিয়ে দর্শকদের দুয়ো শুনছে টাইগার বাহিনী। ব্যাটিং অর্ডারে পরিবর্তন এনে প্রত্যাশিত ব্যাটিং করতে পারেননি টাইগার ব্যাটসম্যানরা। যে কারণে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ আগেই ট্রফি হাতছাড়া হয়েছে বাংলাদেশের। আজ সোমবার (২৭ জানুয়ারি) সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ দলের একাধিক পরিবর্তনের আভাস দিয়েছেন জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। তিনি বলেন, সিরিজে আমরা ২-০তে পিছিয়ে রয়েছি। স্কোয়াডের তিনজন এখনও খেলেনি, ওরা অবশ্যই আসবে দলে। আমাদের সবাইকে সুযোগ দিতে হবে। আরও কিছু বিকল্প আমরা ভেবে দেখব। চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপে অংশ নিতে যাওয়ার আগে জাতীয় দলের ক্রিকেটারদের পরখ করে নিতে চান প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। চোটের কারণে সিরিজের শেষ ম্যাচে বাদ পড়তে পানের সৌম্য সরকার। বাদ পড়তে পারেন তরুণ ওপেনার নাইম শেখও। দলে থাকা অন্যদের সুযোগ দিতে বাদ পড়তে পারেন মোস্তাফিজুর রহমানও। তার পরিবর্তে একাদশে জায়গা পেতে পারেন পেসার রুবেল হোসেন। সবশেষ বিপিএলে সেঞ্চুরি হাঁকানো ওপেনার নাজমুল হোসেন শান্তও সুযোগ পেতে পারেন। অভিষেক হতে পারে পেসার হাসান মাহমুদের। সূত্র: বিডি২৪লাইভ আর/০৮:১৪/২৭ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2O1nIMm
January 27, 2020 at 05:03AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top