কেপ টাউন, ১৮ জানুয়ারি - যুব বিশ্বকাপে আর কিছুক্ষণ পরই নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ জিম্বাবুয়ে। বিশ্বকাপে নিজেদের অভিযাত্রা শুরুর আগেই অধিনায়ক আকবর আলি মিডিয়ার মুখোমুখি হয়ে নিজেদের প্রত্যাশার কথা জানাতে গিয়ে বলেন, বিশ্বকাপের ফাইনাল খেলতে চাই আমরা। গত কালই পচেফস্ট্রমের উদ্দেশ্যে জোহানেসবার্গ ছেড়ে যায় বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল। তার আগেই মিডিয়ার মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক। যুবাদের ক্রিকেটে গত দুই বছরে ভারতের পরই সবচেয়ে সফল দল হচ্ছে বাংলাদেশ। এই সময়ের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ১৮টি ম্যাচ জিতেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সর্বোচ্চ ২১টি ম্যাচ জিতেছে ভারত। আকবর আলির নেতৃত্বে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফলাফল করে যাচ্ছে যুব ক্রিকেট দল। সে কারণেই যুব বিশ্বকাপে বাংলাদেশকে ধরা হচ্ছে অন্যতম ফেবারিট হিসেবে। একই কারণে, যুব বিশ্বকাপে বাংলাদেশের ওপর ফোকাসটাও বেশি ক্রিকেট বোদ্ধাদের। টাইগারদের যুবা অধিনায়ক আকবর আলি মিডিয়াকে বলেন, সাম্প্রতিক সময়ে আমরা খুব ভালো ক্রিকেট খেলে যাচ্ছি। সম্ভবত এ কারণেই আমাদের ওপর সবার প্রত্যাশাটাও বেড়ে গেছে অনেকখানি। ভালো ক্রিকেট খেলাই মূল লক্ষ্য বাংলাদেশ ক্রিকেট দলের। আকবর আলি বলেন, ফলাফল কি হচ্ছে, সেটা আমাদের মূল দেখার বিষয় নয়। এমনকি আমরা চাচ্ছিও না যে, অনেক দুর এগিয়ে যাবো। আমাদের মূল ফোকাসটা হচ্ছে এখন যেভাবেই হোক, নকআউট পর্বে পৌঁছানো। এরপর ম্যাচ ধরে ধরে এগুতে চাই। নিজেদের প্রস্তুতির কথা জানাতে গিয়ে আকবর আলি বলেন, বগুড়ায় ঘাসের উইকেটে আমরা প্র্যাকটিস করেছি। এখানে পচফস্ট্রমেও অনুশীলন করেছি। এ কারণে, আমাদের বিশ্বাস ভালো কিছু করার। এমনকি বিশ্বাস করি, আমরা ফাইনাল পর্যন্তও পৌঁছে যেতে পারবো। আমরা পারি ভালো কিছু উপহার দিতে। সি গ্রুপে বাংলাদেশ রয়েছে পাকিস্তান, স্কটল্যান্ড এবং জিম্বাবুয়ের সঙ্গে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার পরের দুই ম্যাচ ২১ ও ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে যথাক্রমে স্কটল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৮ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/365FXGu
January 18, 2020 at 09:16AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন