বঙ্গবন্ধুকে নিয়ে গানে বাধা > বিএনপি এমপি আমিনুলকে আ. লীগের অবাঞ্ছিত ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে একটি অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে গানে বাধা দেয়ায় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আমিনুল ইসলামকে জেলার ভোলাহাট উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার সন্ধ্যায় ভোলাহাট উপজেলা প্রেসক্লাব চত্ত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল হক চুনু। এছাড়ায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান রাব্বুল হোসেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২৭ জানুয়ারি উপজেলার মুশরিভূজা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর নবীণ বরণ ও এসএসসির বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ আমিনুল ইসলাম। ওই অনুষ্ঠানে এক ছাত্রী বঙ্গবন্ধুকে নিয়ে গান গাইতে গেলে বাধা দেয় বিএনপির নেতাকর্মীরা। জোর করে ওই ছাত্রীকে স্টেজ থেকে নামিয়েও দেয়া হয়। ওই ঘটনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা করা হয়েছে উল্লেখ করে সংসদ সদস্য আমিনুল ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে জাতির পিতাকে অসম্মান করা অপরাধে তার দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করা হয়।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-০১-২০


from Chapainawabganjnews https://ift.tt/36IzOQO

January 30, 2020 at 09:43PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top