ঢাকা, ০৬ জানুয়ারি - কণ্ঠশিল্পী সাজিয়া সুলতানা পুতুল গান গাওয়ার পাশাপাশি উপস্থাপনা ও লেখালেখিও করেন। কয়েক বছর থেকে নিয়মিত বই প্রকাশ করছেন তিনি। সেই ধারাবাহিকতায় আরও এক নতুন বই নিয়ে আসছেন অমর একুশে গ্রন্থমেলায়। ২০২০ সালের বইমেলাতে প্রকাশ হতে যাচ্ছে পুতুলের নতুন উপন্যাস কালো গোলাপের ভিতর থেকে উৎসারিত আলোবৃত্তান্ত। বইটি প্রকাশ করছে তাম্রলিপি প্রকাশনী। সমাজে একজন ফর্সা নারীর যতোটুকু মূল্যায়ন হয় তারও দ্বিগুণ অবহেলিত হয় একজন কালো বর্ণের নারী, কালো গোলাপের ভিতর থেকে উৎসারিত আলোবৃত্তান্ত উপন্যাসে এ বিষয়টি উঠে এসেছে বলে জানান পুতুল।কালো নারীর জীবনের সুখ-দুঃখের কথা লিখেছেন এই বইটির পাতায় পাতায়। পুতুল বললেন, ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই বইটি মেলায় পাওয়া যাবে বলে আশা করছি। পুরো জানুয়ারি মাস বইটির নানা বিষয় ফেসবুকে শেয়ার করবো। জানুয়ারির প্রতি সপ্তাহে একদিন এই উপন্যাস নিয়ে আমার ভাবনা বিনিময় করবো, পড়ে শোনাবো অংশবিশেষ। ২০১৬ সালে পুতুলের লেখা প্রথম বই প্রকাশিত হয়। কবিতার বইটির নাম ছিল পুতুল কাব্য উপক্রমণিকা। এরপর ২০১৭ সালে পুতুল কাব্য দ্বিতীয় অধ্যায় প্রকাশিত হয়। এরপর তার লেখা দুটি উপন্যাস হলো একটি মনস্তাত্ত্বিক আত্মহনন ও তার পুতুলকাব্যিক প্রতিবেদন ও জ্যোৎস্নারাতে বনে যেভাবে আমাদের যাওয়া হয়ে ওঠে না। এবার আসছে নতুন উপন্যাস। এন এইচ, ০৬ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/36wxFby
January 06, 2020 at 10:18AM
06 Jan 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top