ঢাকা, ০৬ জানুয়ারি - আসছে একুশে বইমেলা। ফেব্রুয়ারিতেই মাসব্যাপী চলবে বই বেচাকেনার ধুম। আসবে নতুন নতুন বই, নতুন নতুন সব লেখকের অভিষেক ঘটবে। অনেক তারকারাও বই নিয়ে লেখক পরিচয়ে হাজির হন মেলায়। তবে কী অভিনেতা আবদুন নূর সজলও কবি হিসেবে কবিতার বই নিয়ে আসছেন? না পাঠক। তেমন কোনো কিছুই নয়। সজল সম্প্রতি একটি নাটকে অভিনয় করেছেন কবি চরিত্রে। নাটকের নাম প্রিয় কবিতা। লেখক ও সাংবাদিক মাহতাব হোসেনের গল্পে সজল এই নাটকে জুটি বেঁধেছেন সালহা খানম নাদিয়ার সঙ্গে। প্রিয় কবিতা শিরোনামের নাটকটি পরিচালনা করছেন সরদার রোকন। সম্প্রতি রাজধানী উত্তরার বিভিন্ন লোকেশনে চলছে নাটকটির দৃশ্য ধারণের কাজ। নাটকটি প্রসঙ্গে নির্মাতা সরদার রোকন বলেন, ৫ জানুয়ারি সকাল থেকে নাটকটির দৃশ্য ধারণ চলছে। খুব দ্রুত একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে এটি। নাটকটি নিয়ে আবদুন নূর সজল বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, নতুন একটি চরিত্র। গল্পে একটি সামাজিক বার্তা আছে। এই নাটকে আমি একজন পঙ্গু কবি। তবে শারীরিক এই প্রতিবন্ধকতা আমার প্রতিবাদী জীবনে কোনো বাঁধা হয়ে দাঁড়াতে পারে না। নাট্যকর মাহতাব হোসেন বলেন, একজন কবির জীবনে ঘটে যাওয়া মর্মান্তিক কাহিনি নিয়ে আবর্তিত হয়েছে এই গল্প। গল্পে উঠে এসেছে নাগরিক জীবনের জটিল বিষয় ও প্রেম। এন এইচ, ০৬ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/35u4qEY
January 06, 2020 at 09:52AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top