ঢাকা, ৪ জানুয়ারি- আদম ব্যবসার নামে প্রতারণা বন্ধ হোক দাবি তুলেছেন মোশররফ করিম। আর এজন্য পোস্টার বানিয়ে রাস্তায় নেমেছেন ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা। পোস্টারে আদম ব্যবসায়ীদের শাস্তিও দাবী করেন তিনি। তবে এই দাবি বাস্তবে নয়, আদম শিরোনামের নাটকে এমন চরিত্রেই দেখা মিলবে তার। শিখর শাহনিয়াত পরিচালিত এ নাটকে দেশের আদম ব্যবসায়ীদের প্রতারণার বিষয় তুলে ধরা হয়েছে। সাধারণ মানুষকে ঠকিয়ে যেভাবে আদম ব্যবসায়ীরা ফাঁদে ফেলে প্রতারণা করে যাচ্ছে তারই চিত্র ফুটে ওঠবে এই নাটকে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মোশারফ করিম, তাসনিয়া ফারিন, নিকুল কুমার মন্ডল, সেলজুক তারিকি, ইমরান হাসো প্রমুখ। আর/০৮:১৪/০৪ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/35sYAnC
January 04, 2020 at 08:09AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top