শিবগঞ্জের ওয়াহেদপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে ২ জন নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী বিএসএফ’র গুলিতে ২ বাংলাদেশী যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। বুধবার দিবাগত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের শ্যামপুর চরপাঁকা সরকারপাড়া গ্রামের মৃত তোবজুল হক বুদ্ধর ছেলে সেলিম রেজা (৩০) এবং দশরশিয়া পোড়াপাড়া গ্রামের সাদিকুল ইসলামের ছেলে সুমন আলী (২৩)।
স্থানীয়রা জানায়, বুধবার দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তের ১৬/৬ এস সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে ৩০/৩৫ জনের একটি গরু চোরাকারবারী দল ভারতে প্রবেশ করে। এসময় ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের চাঁদনিচক ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি চালায়। এতে ঘটনাস্থলে সেলিম ও সুমন নিহত হয়। গুলিবিদ্ধ হয়ে আহত হয় আরো ৩ জন। আহতদের মধ্যে দু’জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মাহবুবুর রহমান খান জানান, বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হওয়ার কথা শুনেছেন তারা। তবে নিহতদের পরিবার থেকে বিজিবির কাছে কোনো অভিযোগ দেয়া হয়নি। বিষয়টি নিযে খোঁজ খবর নেয়া হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-০১-১৯


from Chapainawabganjnews https://ift.tt/2N9aw7I

January 09, 2020 at 01:44PM
09 Jan 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top