নয়াদিল্লী, ০৯ জানুয়ারি - আম্পায়ারের সঙ্গে তর্কবিতর্ক এবং অশোভন আচরণের কারণে বেশ বড়সড় জরিমানাই গুনতে হলো ভারতের উদীয়মান তারকা শুভমান গিলকে। চলতি রঞ্জি ট্রফিতে দিল্লির বিপক্ষে ম্যাচে পাঞ্জাবের হয়ে খেলতে নেমে এ জরিমানার মুখোমুখি হয়েছেন গিল। ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৪ রানে ব্যাট করার সময় সুবোধ ভাটির বোলিংয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন গিল। আম্পায়ার মোহাম্মদ রাফি তাকে কট বিহাইন্ডের সিদ্ধান্ত জানান। কিন্তু সেটি পছন্দ হয়নি ভারতীয় এ দলের বর্তমান অধিনায়কের। যার ফলে মাঠের মধ্যেই আম্পায়ারের সঙ্গে তর্ক শুরু করেন গিল এবং উইকেট ছেড়ে বেরিয়ে যেতে অস্বীকৃতি জানান। গিলের এমন কাণ্ডের ফলে লেগ আম্পায়ারের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত বদলাম আম্পায়ার রাফি। কিন্তু এটি আবার মানতে রাজি হয়নি দিল্লী, তারা চলে যায় মাঠ ছেড়ে এবং খেলা বন্ধ থাকে বেশ কিছুক্ষণ। এ ঘটনার জন্ম দেয়ায় গিলকে সেই ম্যাচ ফির পুরোটাই জরিমানা করা হয়েছে। যার ফলে সেই ম্যাচ থেকে কোনো পারিশ্রমিক পাননি ২০ বছর বয়সী এ ডানহাতি ওপেনার। একই সঙ্গে দল নিয়ে মাঠ থেকে বেরিয়ে যাওয়ায় দিল্লির অধিনায়ক ধ্রুব শোরেকেও জরিমানা করার পাশাপাশি সতর্ক করে দিয়েছেন ম্যাচ রেফারি। গিলের এমন কাণ্ডে দুঃখপ্রকাশ করেছে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন। তাদের এক কর্মকর্তা বলেন, শুভমানকে ম্যাচ ফির ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে। ম্যাচ রেফারির এই সিদ্ধান্ত মেনে নিয়েছে সে। এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা ছিলো। যেখানে শুভমান নিজের মেজাজ ধরে রাখতে পারেনি এবং সে নিজের ব্যবহারের জন্য অনুতপ্ত। দিল্লি ড্রিস্ট্রিক ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, হ্যাঁ, আমাদের অধিনায়ক ধ্রুবকেও ম্যাচ রেফারি সতর্ক করে দিয়েছেন এবং ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। এর কারণ হিসেবে বলা হয়েছে দল নিয়ে মাঠ ছেড়ে যাওয়ার বিষয়টি। তবে আমাদের খেলোয়াড়রা প্রতিবাদ করছিলো কারণ মূল সিদ্ধান্ত বদলে ফেলা হয়েছিল। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৯ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2N8wkQI
January 09, 2020 at 08:40AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top