সিলেট , ০১ জানুয়ারি - ইংরেজী নতুন বছর ২০২০ সালের প্রথম দিন বিরতি বঙ্গবন্ধু বিপিএলে। ২০১৯ সালের শেষ দিন রাতে ইতি ঘটেছে ঢাকায় চার দিনের ছোট্ট পর্বের। তা শেষে বিপিএল নতুন বছরের শুরুতে রাজধানী থেকে এবার সিলেটে। আগামীকাল (বৃহস্পতিবার) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে বঙ্গবন্ধু বিপিএলের পরের পর্ব। এই পর্ব চলবে ২ থেকে ৪ জানুয়ারি। তারপর ৭ জানুয়ারি আবার শেরে বাংলায় ফিরবে বঙ্গবন্ধু বিপিএলের শেষ পর্ব। এখন ক্রিকেট অনুরাগিদের কৌতূহলি জিজ্ঞাসা একটাই- কোন চার দল খেলবে সুপার ফোরে? সে প্রশ্নের উত্তর এখনই নিশ্চিত করে দেয়া সম্ভব না। এ মুহূর্তে যদিও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, ঢাকা প্লাটুন, খুলনা টাইগার্স আর রাজশাহী রয্যালস তুলনামুলক এগিয়ে। তারপরও ৭ দলের আসরে সিলেট ছাড়া কুমিল্লা-রংপুরকেও একদম হিসেবে বাইরে রাখা যায় না। এই দুই দলের কোন একটি যদি শেষ পর্যন্ত নকআউট পর্বে জায়গা করে নেয়, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের যা অবস্থা তাতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অবস্থা সবচেয়ে ভাল। মঙ্গলবার শেরে বাংলায় শেষ ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের কাছে নাটকীয়ভাবে ২ উইকেটে হারলেও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এখনো সর্বাধিক ৯ খেলায় ৬টিতে জিতে ১২ পয়েন্ট পেয়ে এককভাবে পয়েন্ট টেবিলে সবার ওপরে। এছাড়া ঢাকা ও রাজশাহী সমান ৮ ম্যাচ খেলে এবং খুলনা টাইগার্স ৭ ম্যাচের সমান ৫টিতে জিতে ১০ পয়েন্ট করে পেয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। এর পিছনে কুমিল্লা ও রংপুর। শেষ দুই ম্যাচ টানা জিতে রংপুর এখন কুমিল্লার সমান সমানে। দুদলই ৮ খেলায় তিন জয়ে পেয়েছে ৬ পয়েন্ট। একমাত্র সিলেট থান্ডার্সই সবার নিচে। ৮ খেলায় সিলেটের জয় মোটে ১টি। যেখানে চার দলের পয়েন্ট অন্তত ১০ বা তার ওপরে, অন্য দুই দলেরও অছে ৬ পয়েন্ট করে- সেখানে দুই পয়েন্ট হাতে নিয়ে সিলেটের পক্ষে আর শেষ চারে জায়গা করে নেয়া আসলে কঠিন। কঠিন বলা কম হলো। বাস্তবে সম্ভব নয় বলাই যুক্তিযুক্ত। তাই সিলেটকে বাইরে রেখেই আসলে হিসেব কষা ঠিক হবে। সেক্ষেত্রে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আছে কক্ষপথে। আর ঢাকায় শেষ ধাপ শুরুর আগে চট্টগ্রামে চ্যালেঞ্জার্সের শক্তি বাড়বে আরও। কারণ ৫-৬ তারিখের মধ্যে যোগ দেবেন টি-টোয়েন্টির সফলতম পারফরমার, ভয়ঙ্কর ওপেনার ক্রিস গেইল। সব মিলে তখন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের শক্তি ও সামর্থ্য- দুইই বেড়ে যাবে। এছাড়া সিলেট পর্বে খুলনা টাইগার্সও বাড়তি শক্তি সঞ্চয় করবে। মুশফিক বাহিনীর পক্ষে খেলতে এসেছেন দক্ষিণ আফ্রিকান সুপার স্টার হাশিম আমলা। মঙ্গলবার পড়ন্ত বিকেলে রাজধানী ঢাকায় পৌঁছেছেন হাশিম আমলা। ঢাকা প্লাটুনেও সিলেট পর্বে থাকছেন দুই নতুন বিদেশি রিক্রুট। মাশরাফির দলের হয়ে খেলতে আসছেন আহমেদ শেহজাদ ও ফাহিম আশরাফ। অবশ্য অভিজ্ঞ শহীদ আফ্রিদি হাঁটুর ইনজুরিতে ফিরে গেছেন। আর বল হাতে আগুন ঝড়ানো ফাস্ট বোলার ওয়াহাব রিয়াজও পাকিস্তান চলে গেছেন। আফ্রিদির ফেরা নিশ্চিত না হলেও, ওয়াহাব রিয়াজ আবার ঢাকা পর্বে ফিরতেও পারেন। রাজশাহী অবশ্য আন্দ্রে রাসেলের অধিনায়কত্ব আর দুই তরুণ আফিফ হোসেন ধ্রুব, লিটন দাসের কাঁধে ভর করে ভালই এগুচ্ছে। সে তুলনায় সৌম্য আর সাব্বির রহমানের দল কুমিল্লা আর নাইম শেখ, ওয়াটসন, ডেলপোর্ট আর নবীর রংপুর ততটা সুবিধা করতে পারেনি। রংপুর ঢাকার শেষ পর্বে অস্ট্রেলিয়ান তারকা শেন ওয়াটসনকে উড়িয়ে আনলেও তার কাছ থেকে এখন পর্যন্ত কোন কার্যকর ফল পায়নি। একবারের জন্য কথা বলেনি ওয়াটসনের ব্যাট। সাকুল্যে রান এসেছে (৫+১+৭)= ১৩। তবে এ অসি তারকা দলের আসার পর তিন খেলায় দুটিতে জিতে আবার জয়ের পথটা অন্তত খুঁজে পেয়েছে রংপুর। সিলেটে গিয়ে যদি ওয়াটসন ব্যাট হাতে জ্বলে উঠতে পারেন, তাহলে রংপুরও উঠে আসতে পারে। সিলেটে চট্টগ্রামের একটি মাত্র ম্যাচ। ৪ জানুয়ারি খুলনা টাইগার্সের সাথে। আর ঐ পর্বে খুলনার খেলা দুইটি। এছাড়া চট্টগ্রামের পরে পয়েন্ট টেবিলে ঢাকা ও খুলনার সাথে সমান ১০ পয়েন্ট করে পাওয়া রাজশাহীও সিলেটে দুই ম্যাচ খেলবে। সিলেট পর্বে লিগ টেবিলের বড় ধরনের না হলেও নাটকীয় পরিবর্তনের সম্ভাবনা আছে। ৪ জানুয়ারি খুলনা ও চট্টগ্রাম ম্যাচটি হাইভোল্টেজ। লিগ টেবিলের অবস্থান নির্ধারণেও বেশ গুরুত্বপূর্ণ। জিতলে চট্টগ্রাম এককভাবে সবার ওপরে থাকবে। আর খুলনা জিতলে ছুঁয়ে ফেলবে চট্টগ্রামকে। সিলেটে ৩ জানুয়ারি আরও একটি গুরুত্বপূর্ণ খেলা আছে। যাতে প্রতিদ্বন্দ্বিতা করবে এ মুহূর্তে পয়েন্ট টেবিলে যৌথভাবে দ্বিতীয় স্থানে থাকা ঢাকা প্লাটুন আর খুলনা টাইগার্স। ঐ ম্যাচ যে জিতবে, সে সামনে আগাবে। আর হেরে যাওয়া দল এক ধাপ পিছিয়ে যাবে। মোদ্দা কথা, সিলেট পর্ব মাত্র তিনদিনের হলেও এ পর্বের রয়েছে বেশ গুরুত্ব। এ পর্ব শুরু হচ্ছে কয়েকটি প্রশ্ন রেখে। প্রথম প্রশ্ন, লিগ টেবিলে সবার ওপরে থেকে ঢাকায় শেষ পর্বে খেলতে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স? নাকি খুলনা-রাজশাহীর কেউ তাদের ধরে ফেলবে? কারণ সিলেটে চট্টগ্রামের খেলা মাত্র একটি। আর খুলনা ও রাজশাহীর ম্যাচ দুটি করে। এর মধ্যে আবার চট্টগ্রাম ও খুলনা খেলাও আছে। কাজেই চট্টগ্রামের অবস্থান ধরে রাখা আর শীর্ষস্থান চ্যুতি- দুই সম্ভাবনাই আছে সিলেটে। দেখা যাক, এখন কী হয়? সিলেট পর্বের আগে বিপিএলের পয়েন্ট টেবিল সূত্র : জাগো নিউজ এন এইচ, ০১ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2SJbLxG
January 01, 2020 at 10:36AM
01 Jan 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top