ঢাকা, ০১ জানুয়ারি - পুরনোকে বিদায় দিয়ে উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হলো নতুন বছর। নতুন বছরে নতুন গান নিয়ে হাজির হতে চলেছেন গায়ক ও বিশ্বরঙ-এর কর্ণধার খ্যাতিমান ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা। তার গাওয়া নতুন গানের শিরোনাম এ জীবনে তুমি। গানটি তার সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন দিনাত জাহান মুন্নি। নতুন কভার গান প্রসঙ্গে বিপ্লব সাহা বলেন, এটি গরীবের বউ চলচ্চিত্রের গান। অনেক পুরনো একটি গান। বেশ শ্রুতিমধুর। কিন্তু নতুন প্রজন্মের অনেকেই এই গানটি সম্পর্কে জানে না। খুঁজলেও তেমন পাওয়া যায় না। আমাদের দেশের কিংবদন্তি দুই শিল্পী সৈয়দ আবদুল হাদি ও সাবিনা ইয়াসমিন গেয়েছেন গানটি। নতুন করে গানটিকে সবার সামনে তুলে ধরতেই আমি পরিকল্পনাটা করেছি। এটা আমার খুবই পছন্দের একটি গান। নিজের ভালো লাগা থেকেই গানটি করেছি। তিনি আরো বলেন, আমার কাছের কয়েকজন মানুষ যারা গানটি দেখেছেন এবং গানের টিম প্রত্যেকেই গানটির প্রশংসা করেছেন। আমি গান করি আমার একান্ত ভালো লাগার, প্রশান্তির জায়গা থেকে। কিন্তু যখন কেউ প্রশংসা করে, তখন ভালো লাগে। আমার বিশ্বাস, এ জীবনে তুমি গানটি প্রকাশের পর সবার কাছেই ভালোবাসা পাবে। বিপ্লব সাহা জানান, চলতি মাসেই ভিডিও আকারে প্রকাশ হবে এ জীবনে তুমি গানটি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে এ জীবনে তুমি গানটির নতুন করে সংগীতায়োজন করেছেন মনি জামান। স্টুডিও তানপুরায় হয়েছে এই গানের রেকর্ডিং। গানটির কথা লিখেছিলেন মাসুদ করিম, আর সুর করেছিলেন সুবল দাস। গানটির সঙ্গে সামঞ্জস্য রেখে একটি ভিডিও নির্মাণ করা হয়েছে। যেটির নির্দেশনায় ছিলেন বিপ্লব সাহা নিজেই। চিত্রগ্রহণ ও সম্পাদনায় ছিলেন উজ্জ্বল রহমান। ভিডিওচিত্রে মডেল হয়েছেন ইয়াসমিন হাবিবা ও মারুফ রহমান তন্ময়। ভিডিওটি নির্মিত হয়েছে কল্পলোক ক্রিয়েটিভ ফ্যাক্টরির ব্যানারে। এন এইচ, ০১ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Qc1Z5I
January 01, 2020 at 10:18AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top