ঢাকা, ১২ জানুয়ারি - বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে সবার আগে ঢাকায় আসছে গতবারের চ্যাম্পিয়ন ফিলিস্তিন। মধ্যপ্রাচ্যের দেশটির সোমবার সকাল ১১ টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা। ২০১৮ সালে অনুষ্ঠিত পঞ্চম বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে ফিলিস্তিন টাইব্রেকারে ৪-৩ গোলে তাজিকিস্তানকে হারিয়েছিল। ফিলিস্তিন দলের চার ঘন্টা পর বিকেলে ঢাকায় পৌঁছবে আফ্রিকার দেশ মরিসাস। শ্রীলংকা ও ব্রুন্ডি আসবে মঙ্গলবার। সর্বশেষ আফ্রিকার আরেক দেশ সিসেলস ঢাকায় আসবে ১৬ জানুয়ারি সকাল ১০ টায়। টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে এ গ্রুপে। দুই প্রতিপক্ষ শ্রীলংকা ও ফিলিস্তিন। ১৫ জানুয়ারি শুরু হবে জাতির পিতার নামের এই আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চ্যাম্পিয়ন ফিলিস্তিন ও স্বাগতিক বাংলাদেশ। টুর্নামেন্টের ফাইনাল ২৫ জানুয়ারি। এ গ্রুপ : বাংলাদেশ, ফিলিস্তিন ও শ্রীলংকা। বি গ্রুপ : মরিসাস, ব্রুন্ডি ও সিসেলস। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১২ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2FHA0ol
January 12, 2020 at 02:36AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top