ঢাকা, ১২ জানুয়ারি - শনিবার দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে টেবিলের শীর্ষ দুই স্থানের একটি নিশ্চিত করেছিল রাজশাহী রয়্যালস। পরের ম্যাচে ঢাকা প্লাটুনের বিপক্ষে একই ব্যবধানের জয়ে শীর্ষস্থান দখলে নেয় খুলনা টাইগার্স। এ দুই দলের বড় জয়েই শেষ হয়েছে চলতি বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ড তথা রাউন্ড রবিন লিগ। আগামী সোমবার (১৩ জানুয়ারি) থেকে শুরু হবে সুপার ফোর বা প্লে অফের খেলা। রাউন্ড রবিন লিগের শেষ দিনে মাঠে নামা চার দল- খুলনা টাইগার্স, রাজশাহী রয়্যালস, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ঢাকা প্লাটুনই লড়বে প্লে অফের মঞ্চে, ফাইনালে ওঠার লক্ষ্যে। প্রথম রাউন্ডের ১২ ম্যাচ শেষ সমান ৮টি করে ম্যাচ জিতেছে খুলনা, রাজশাহী ও চট্টগ্রাম। তবে নেট রানরেটের বিচারে শীর্ষে রয়েছে খুলনা। এরপরের দুই স্থানে রাজশাহী ও চট্টগ্রাম। আর ১২ ম্যাচে ৭ জয় নিয়ে প্লে অফে যাওয়া ঢাকার অবস্থান চতুর্থ। কোয়ালিফায়ার-এলিমিনেটর ফরম্যাটের কারণে শীর্ষ দুই দল ফাইনালে যাওয়ার জন্য পাবে দুইটি সুযোগ। খুলনা ও রাজশাহী প্রথমে খেলবে কোয়ালিফায়ার-১ ম্যাচ। জয়ী দল সরাসরি পৌঁছে যাবে ফাইনালে, তবে বাদ পড়বে না হেরে যাওয়া দল। অন্যদিকে এলিমিনেটর ম্যাচে কোয়ালিফায়ার-২ ম্যাচের টিকিট পেতে লড়বে ঢাকা ও চট্টগ্রাম। এ ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনালে পৌঁছে যাবে না, তবে পরাজিত দল ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে। আর জয়ী দল খেলবে কোয়ালিফায়ার-১ ম্যাচে হেরে যাওয়া দলের বিপক্ষে। এ ম্যাচের জয়ী দল পাবে ফাইনালের টিকিট। আগামী সোমবার প্রথমে হবে এলিমিনেটর ম্যাচ। একই দিন সন্ধ্যায় হবে কোয়ালিফায়ার-১ এর ম্যাচ। পরে একদিন বিরতি দিয়ে বুধবার মাঠে গড়াবে কোয়ালিফায়ার-২ ম্যাচটি। আর শুক্রবার জমজমাট ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের বঙ্গবন্ধু বিপিএলের। একনজরে দেখে নেয়া যাক বিপিএলের প্লে অফের সূচি এলিমিনেটর (১৩ জানুয়ারি) - ঢাকা প্লাটুন বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, দুপুর ১.৩০ মিনিট কোয়ালিফায়ার ১ (১৩ জানুয়ারি) - খুলনা টাইগার্স বনাম রাজশাহী রয়্যালস, সন্ধ্যা ৬.৩০ মিনিট কোয়ালিফায়ার ২ (১৫ জানুয়ারি) - কোয়ালিফায়ার ১ পরাজিত বনাম এলিমিনেটর জয়ী, সন্ধ্যা ৬.৩০ মিনিট ফাইনাল (১৭ জানুয়ারি) - কোয়ালিফায়ার ১ জয়ী বনাম কোয়ালিয়াফায়ার ২ জয়ী, সন্ধ্যা ৭.০০ মিনিট সূত্র : জাগো নিউজ এন এইচ, ১২ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/36KP9RV
January 12, 2020 at 02:40AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top