ঢাকা, ২৭ জানুয়ারী - বাংলাদেশ এশিয়া কাপের বিনিময়ে পাকিস্তান সফর করছে এমন খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী ওয়াসিম খান। বাংলাদেশ পাকিস্তান সফর করতে রাজি হওয়ার পরই বিভিন্ন সংবাদ মাধ্যমে ফলাও হয়েছিল দুবাইয়ের পরিবর্তে ঢাকায় হব এশিয়া কাপ। এমন খবরকে উড়িয়ে দিয়ে পিসিবির প্রধান নির্বাহী বলেন, এটা সম্পুর্ণ ভুল, বাংলাদেশের সঙ্গে এশিয়া কাপ নিয়ে আমাদের কোনো কথাই হয়নি, লাহোরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এশিয়া কাপের আয়োজন নিয়ে এ কথা বলেন ওয়াসিম খান। এশিয়া কাপ হলো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের টুর্নামেন্ট।ধারবাহিকভাবে এ আয়োজনের দায়িত্ব আমাদের ওপর অর্পিত হয়েছে। আমরা এটি পরিবর্তন করতে পারব না, অর্থ্যাৎ পাকিস্তানেই এশিয়া কাপ হবে এমন বার্তাও দিয়ে রেখেছেন পিসিবির এই কর্মকর্তা। ভারত যদি খেলতে না আসে তাহলে নিজেদের করণীয়ও বলে দিয়েছেন ওয়াসিম খান। তিনি বলেন, ২০২১ সালে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা রয়েছে। ভারত যদি পাকিস্তানে এশিয়া কাপ খেলতে না আসে তাহলে পাকিস্তানও বিশ্বকাপ খেলতে ভারত যাবে না। সুত্র : আমাদের সময় এন এ/ ২৭ জানুয়ারী



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2tIyDnb
January 27, 2020 at 04:25PM
27 Jan 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top