ঢাকা, ২৭ জানুয়ারী - পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়, নাহয় ধবলধোলাই হয়েই ফিরতে হতো। মাঠে নিজেদের সেরা সাফল্য না দেখাতে পারলেও লাহোরের আতিথেয়তায় মুগ্ধ করেছে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে। লাহোর সবসময়ই অসাধারণ শহর। এখানকার অতিথেয়তা মুগ্ধ করার মতো। এখানকার নিরাপত্তাও বেশ। আমরা টেস্ট খেলতে আবারও আসব।-আজ তৃতীয় ম্যাচ বাতিল হওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এভাবেই বলছেন বাংলাদেশ অধিনায়ক। তিন ধাপের সফর পাকিস্তান সফলভাবেই শেষ করতে পেরেছে। এজন্য সবস্তির নিঃশ্বাস ফেলতে পারে দেশটির ক্রিকেট বোর্ড। মাঠের বাইরের সফলতার সঙ্গে মাঠেও অসাধারণ ছিলেন মালিক-বাবররা। অন্যদিকে টাইগারদের মাঠের সাফল্য ছিলো হতশ্রী। লাহোরে কার্যত নিরাপত্তার ঘোরটোপে বন্দি ছিলো বাংলাদেশ। হোটেল থেকে মাঠ আবার মাঠ থেকে হোটেল ; এই পরিমন্ডলের মধ্যে ছিলেন রিয়াদ-লিটনরা। পাকিস্তানের বিপক্ষে তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজে প্রথম দুটিতে হেরে আগেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য ধবলধোলাই এড়ানোর লড়াই। কিন্তু লাহোরে বৃষ্টির কারণে ম্যাচের টস পর্যন্ত হয়নি। শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল হয়। এতেই ধবলধোলাই হওয়ার লজ্জা থেকে বেঁচে যান মাহমুদউল্লাহ রিয়াদরা। দলের অধিনায়ক হিসেবে আমাকে অনেক ভালো খেলার প্রয়োজন ছিল কিন্তু, সেটা আমি পারিনি। আমাদের দলটা অনেক বেশি তারুণ্য নির্ভর, ওরা অনেক ভালো খেলোয়াড় একেক জন। তবে ঠিকমতো কাজে লাগাতে পারেনি নিজেদের-পারফর্মেন্সের প্রতিক্রিয়ায় বলছিলেন রিয়াদ। তিন ধাপের পাকিস্তান সফরের প্রথম ধাপে টি-টোয়েন্টি সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদেশ। ২৪ তারিখ থেকে শুরু হওয়া এই সিরিজের প্রথম দুই ম্যাচে বাংলাদেশ হারে ৫ উইকেট ও ৯ উইকেটে। শেষ ম্যাচটি বাতিল হয় বৃষ্টির কারণে। দুই ম্যাচে হারের কথা বলতে গিয়ে রিয়াদ বলেন, তবে আমরা আমাদের পারফরম্যান্স নিয়ে মোটেও খুশি নই। আমরা যেমনটা খেলেছি তেমন দলও নই আমরা। প্রথম ম্যাচে আমাদের অল্প কিছু রান শর্ট ছিল। তবু লড়াই করতে পেরেছিলাম। কিন্তু দ্বিতীয় ম্যাচে সেটাও হয়নি। আমাদের দলের বেশিরভাগ সদস্যই তরুণ, তাদের আরও অনেক সময় দিতে হবে। আজ রাতেই দেশে ফিরবে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি শেষ, এবার চ্যালেঞ্জ সাদাপোশাকের। দেশে এসেই টেস্টের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়বেন টাইগাররা।দ্বিতীয় ধাপে ফেব্রুয়ারির শুরুতে একমাত্র টেস্ট খেলতে আবারও পাকিস্তান যাবে বাংলাদেশ সাত ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় টেস্ট। টি-টোয়েন্টিতে পারেননি, সাদা পোশাকে মান বাঁচাতে পারবে তো বাংলাদেশ? সুত্র : আমাদের সময় এন এ/ ২৭ জানুয়ারী



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/37HfkJL
January 27, 2020 at 04:20PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top