মুজিববর্ষে মুজিবমঞ্চে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাংস্কৃতিক পরিবেশনা

চাঁপাইনবাবগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষের ক্ষণগণনা শুরুর ২১তম দিনে সোমবার সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেছে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা সাংস্কৃতিক দল।
জেলা প্রশাসনের  আয়োজনে ৬৬ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থাপিত অস্থায়ী মুজিব মঞ্চে বিকেলে কবিতা আবৃত্তি,একক সংগীত,ক্ষুদ্র নৃগোষ্ঠী সাঁওতাল সম্প্রদায়ের নৃত্য পরিবেশিত হয়। জনপ্রিয় লোকজ ঐতিহ্য গম্ভীরা গান পরিবেশন করেন সাইদুর ও খাবির উদ্দিনের দল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পৌর মেয়র নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক দেবেন্দ্র নাথ উরাঁও, জেলা প্রশাসনের সহকারী কমিশনার জিনিয়া জামান, পৌর প্যানেল মেয়র সাইদুর রহমান ও মোসলেমা বেগম, বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরগণ, পৌর নির্বাহী প্রকৌশলী সাদিকুল ইসলাম, সচিব মামুনুর রশিদ, অ্যাকাউন্টস অফিসার আহসান হাবীব, পৌর বিভিন্ন শাখার কর্মকতা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার সংখ্যক দর্শক-শ্রোতা।
উল্লেখ্য,মুজিব মঞ্চে প্রতিদিন বিকেলে কোন না কোন প্রতিষ্ঠান বা সংগঠন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নিচ্ছে। জেলা প্রশাসন জানিয়েছে,আগামী ১৭ মার্চ ২০২০ মুজিববর্ষ শুরুর দিন পর্যন্ত প্রতিদিন এই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-০১-২০


from Chapainawabganjnews https://ift.tt/2RHErXg

January 30, 2020 at 09:30PM
30 Jan 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top