ঢাকা, ২২ জানুয়ারি - তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে বুধবার রাত ৮টায় ঢাকা ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট দল। ইতিমধ্যে ম্যাচগুলো শুরুর সময় জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যদিও তারা তা জানাল টাইগাররা রওনা হওয়ার মাত্র ২৪ ঘণ্টা আগে। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগ জানিয়েছে, সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরে। প্রতিটি ম্যাচ শুরু হবে স্থানীয় সময় দুপুর ২টায়। অর্থাৎ বাংলাদেশ সময় বিকাল ৩টায় সিরিজের প্রত্যেকটি ম্যাচ গড়াবে। আগামী ২৪ জানুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে প্রথম ম্যাচ। আর ২৫ ও ২৭ জানুয়ারি একই ভেন্যুতে গড়াবে টি-টোয়েন্টি সিরিজের বাকি দুটি ম্যাচ। বিসিবি ধারণা করেছিল, ম্যাচগুলো হতে পারে ফ্লাডলাইটের আলোয়। সেই কথা মাথায় রেখেই স্কোয়াডে পাঁচ পেসার রেখেছেন নির্বাচকরা। এর আগে শ্রীলংকার বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ খেলেছে পাকিস্তান। ম্যাচগুলো হয়েছিল দিবারাত্রি। তিনটি ম্যাচই শুরু হয়েছিল বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। এবারও দিনরাতেই ম্যাচ আয়োজন করতে চেয়েছিল পিসিবি। তবে শেষ মুহূর্তে এসে দিনের আলোতেই খেলার সিদ্ধান্ত নিল তারা। সূত্র : যুগান্তর এন এইচ, ২২ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/37l149a
January 22, 2020 at 05:36AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top