বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা গোলকাপ ফুটবল টূর্ণামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামে এই চুড়ান্ত খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এজেডএম নূরুল হক।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, চাঁপাইনবাবগঞ্জ পিটিআই সুপারিনটেনডেন্ট এম.এইচ.এম রুহুল আমিন, জেলা ক্রীড়া অফিসার আলহাজ্ব আকতারুজ্জামান রেজা তালুকদার, ক্রীড়াবিদ আব্দুল হান্নান মাস্টার,তোফিকুল ইসলাম তোফা, মোস্তাফিজুর রহমান মুকুল, অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সায়েদুল ইসলামসহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তা, শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা।
উদ্বোধনী খেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোলকাপ ফুটবল টূর্ণামেন্টে অংশ নেয়, সদর উপজেলার চামাগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় ও নাচোল উপজেলার দিয়াড়া ডিমকইল সরকারী প্রাথমিক বিদ্যালয়।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা গোলকাপ ফুটবল টূর্ণামেন্টে অংশ নেয় নাচোল উপজেলার শানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও গোমস্তাপুর উপজেলার মহানন্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়।

টূর্ণামেন্টে মোট ১০টি দল অংশ গ্রহণ করে। 

চাঁপাইবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ০৬-০১-১৯



from Chapainawabganjnews https://ift.tt/2sQD9iT

January 06, 2020 at 06:12PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top