নোয়াখালী, ১৭ ফেব্রুয়ারি - অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের স্নায়ুক্ষয়ী ফাইনালে চারবারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দলের ওপেনার যুব টাইগার পারভেজ হোসেন ইমন সংবর্ধিত হয়েছেন। রোববার নিজ জেলা নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী উচ্চ বিদ্যালয় মাঠে লায়ন ইসমাইল ফিরোজ ফাউন্ডেশনের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়। বিকেল সাড়ে ৩টায় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন পারভেজ হোসেন ইমন। স্থানীয় যুবকদের মোটর শোভাযাত্রার মধ্য দিয়ে ইমন সংবর্ধনাস্থলে আসেন। এ সময় উৎসুক লোকজনকে তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানান। বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গও তাকে ফুলেল শুভেচ্ছায় ভরিয়ে দেন। নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে সংবর্ধনাস্থল। পরে বিকেল প্রায় ৪টার দিকে সংবর্ধনামঞ্চে তাকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়। এ সময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন- ইসমাইল ফিরোজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ইসমাইল হোসেন। বক্তব্য রাখেন- ছয়ানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন জসিম, বিকেএসপির কোচ ইরফানুর জামান সোহাগ, সংবর্ধিত ইমনের বড় ভাই ফয়সল হোসেনসহ অনেকে। আয়োজকরা জানান, নিজ এলাকায় ইমনকে সংবর্ধিত করার উদ্দেশ্য ভবিষ্যতে তাকে দেখে এলাকার যুবসমাজ অনুপ্রাণিত হবে। তারা প্রত্যাশা করেন, ইমনকে দেখে এখান থেকে উঠে আসবে অনেক ইমন। আর সংবর্ধিত খেলোয়াড় পারভেজ হোসেন ইমন তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে বলেন, নিজ জন্মস্থানের মানুষ যে রকম সংবর্ধনা দেবে তা ভাবতেও পারেনি। সবার কাছে কৃতজ্ঞ। তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আরও বলেন, নিজের পারফর্মেন্স ধরে রেখে জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছা আছে। সামনের পথ আরও কঠিন তবে আস্তে আস্তে সব বাধা অতিক্রম করতে হবে। সংবর্ধনা অনুষ্ঠানে ইমনের সঙ্গে তার বাবা ও ভাই এসেছে। তারাও উচ্ছ্বসিত ও আনন্দিত। পারভেজ হোসেন ইমন ছয়ানী ইউনিয়নের ছোট শিব নারায়ণপুর গ্রামের আলী সওদাগর বাড়ির মো. সিরাজ বাবুল ও কুসুম আক্তার দম্পতির ছেলে। তিন ভাই-বোনের মধ্যে ইমন কনিষ্ঠ। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৭ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2HwBine
February 17, 2020 at 04:19AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top