মুম্বাই, ১৭ ফেব্রুয়ারি - গলি বয় সিনেমাটি পরিচালনা করেছেন জয়া আখতার। সিনেমাটি প্রযোজনা করছে ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানির প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্ট। এতে রণভীর সিং-আলিয়া ছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় কলকি কোয়েচলিন। মুম্বাই-এর রাস্তা ও বস্তি থেকে উঠে আসা এক ব্যক্তি র্যাপ-এর মাধ্যমে কীভাবে একজন জনপ্রিয় শিল্পী হয়ে ওঠেন, তার জীবনের লড়াই ও স্বপ্নের পিছনে দৌড়ের গল্পই দেখানো হয়েছে গালি বয়-তে। অস্কারেও জমা পড়েছিলো সিনেমাটি। সেখানে সুবিধা করতে না পারলেও ফিল্মফেয়ার ২০২০ এ বাজিমাত করেছে সিনেমাটি। বছরের সেরা চলচ্চিত্রসহ আরও বেশ কিছু পুরস্কার জিতে নিয়েছে এই ছবি। মুম্বাই থেকে সরে গিয়ে ফিল্মফেয়ারের আসর বসেছিল গুয়াহাটিতে। এক নজরে দেখে নেওয়া যাক কারা জিতলেন এবারের ফিল্মফেয়ার পুরস্কার :- সেরা ছবি : গলিবয় বয় সেরা অভিনেতা : রণবীর সিং (গলি বয় বয়) সেরা সহ অভিনেতা : সিদ্ধান্ত চতুর্বতী সেরা মিউজিক অ্যালবাম : গলি বয় ও কবীর সিং সেরা গীতিকার : ডিভাইন ও অঙ্কর তিওয়ারি (আপনা টাইম আয়ে গা) সেরা প্লেব্যাক সিঙ্গার (পুরুষ) : অরিজিত সিং (কলঙ্ক নাহি- কলঙ্ক) সেরা প্লেব্যাক সিঙ্গার (মেয়ে) : শিল্পা রাও (ঘুঙরু- ওয়ার) সেরা ডেবিউ ডিরেক্টর : আদিত্য ধর (উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক) সেরা ডেবিউ অভিনেতা : অভিমন্যু দাসানি (মর্দ কো দর্দ নেহি হোতা) সেরা ডেবিউ অভিনেত্রী : অনন্যা পান্ডে (স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু) সেরা অরিজিনাল স্টোরি অ্যাওয়ার্ড : আর্টিক্যাল ১৫ ছবির জন্য অনুভব সিংহ ও গৌরব। সেরা চিত্রনাট্য পুরস্কার : রীমা কাগতি ও জোয়া আখতার (গলি বয়) লাইফটাইম অ্যাচিভ মেন্ট অ্যাওয়ার্ড চলচিত্রে উৎকর্ষতা গোবিন্দা সেরা সংলাপ : গলি বয় (বিজয় মৌর্য) আরডি বর্মন উদীয়মান সঙ্গীত প্রতিভা পুরস্কার : সুশান্ত সছদেভ (উরি) এন এইচ, ১৭ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2uQtKsE
February 17, 2020 at 03:25AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন