কলম্বো, ২৮ ফেব্রুয়ারি - প্রায় এক বছর পর শ্রীলঙ্কান টি-টোয়েন্টি দলে ফিরেছেন মারকুটে পেস বোলিং অলরাউন্ডার থিসারা পেরেরা। ভারত সফরের টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ পড়ার পর এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠের সিরিজের জন্য থিসারাকে দলে ডেকেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। সবশেষ গতবছরের মার্চে দক্ষিণ আফ্রিকার মাটিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন ৩০ বছর বয়সী এ অলরাউন্ডার। এরপর অফফর্মের কারণেই জায়গা হারান দলে। আবার সেই মার্চেই ক্যারিবীয়দের বিপক্ষে কুড়ি ওভারের ক্রিকেটে দেখা যাবে তাকে। শুধু থিসারা একাই নন, লঙ্কান টি-টোয়েন্টি দলে ফিরেছেন ডানহাতি পেসার নুয়ান প্রদীপ এবং স্পিন বোলিং অলরাউন্ডার শেহান জয়াসুরিয়াও। তবে পাকিস্তান সফরে দারুণ পারফরম্যান্সের পরও দলে জায়গা পাননি ভানুকা রাজাপাকশে এবং ওশাদা ফার্নান্দো। ইনজুরির কারণে এ সিরিজেও দলে নেই আরেক ওপেনার দানুশকা গুনাথিলাকা। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ৪ মার্চ। পাল্লেকেলেতে হবে সিরিজের প্রথম ম্যাচটি। পরে একই মাঠে ৬ মার্চ হবে সিরিজের শেষ ম্যাচ। তার আগে ১ মার্চ হবে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি। শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াড লাসিথ মালিঙ্গা, আভিশকা ফার্নান্দো, কুশল পেরেরা, শেহান জয়াসুরিয়া, নিরোশান ডিকভেলা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয় ডি সিলভা, থিসারা পেরেরা, দাসুন শানাকা, ভানিন্দু হাসারাঙ্গা, লাকশান সান্দাকান, ইসুরু উদানা, নুয়ান প্রদীপ এবং লাহিরু কুমারা। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২৮ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2PwrkXs
February 28, 2020 at 03:55AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top