ঢাকা, ২৮ ফেব্রুয়ারি - দলবদলের তখনো বাকি ছিল আড়াই মাসের মত। বিপিএল চলছিল। হঠাৎ শেরে বাংলায় গুঞ্জন, সাংবাদিকদের মধ্যে চাঞ্চল্য- রকিবুল হাসান এবারের লিগে ৬০ লাখ টাকা পারিশ্রমিক দাবি করেছেন। বাজারের গুজব নয়। গত লিগে যে দলের হয়ে রকিবুল রানের ফুলঝুরি ছুটিয়েছিলেন, এবার সেই মোহামেডানের এক দায়িত্বশীল কর্মকর্তা নিজে দিয়েছেন এ তথ্য। তার কাছেই বিপিএলের সময় অত টাকা হাঁকিয়ে বসেন রকিবুল। তবে ৬০ লাখ টাকা পারিশ্রমিক দাবি করলেও শেষ পর্যন্ত অত টাকা পাননি রকিবুল। তার গতবারের দল মোহামেডান এবার কাউকেই এত বিরাট অংকের অর্থ দিয়ে দলেও রাখছে না, নিচ্ছেও না। এমনকি রকিবুলও অত টাকা পাচ্ছেন না। আগেরবার লিগে ধারাবাহিকভাবে ভাল খেলে রান তোলায় শীর্ষ স্থানে থাকা রকিবুল শেষ পর্যন্ত অর্ধ কোটির কমে (৪০ লাখ টাকার আশপাশে) নাম লিখাতে যাচ্ছেন প্রাইম ব্যাংকে। শেষ পর্যন্ত রকিবুল নন, আসন্ন প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাচ্ছেন মুশফিকুর রহীম। জানা গেছে, ৬৫ লাখ টাকায় মুশফিকের সাথে কথা-বার্তা পাকা করেছে আবাহনী। জাতীয় দলের জার্সি গায়ে সাকিবই সেরা। আন্তর্জাতিক ক্রিকেটেও বাংলাদেশের পোস্টারবয় সাকিব। তবে ঘরোয়া ক্রিকেটে আনুপাতিক হারে সাফল্য কম। তাই বলে ঘরোয়া ক্রিকেট, বিশেষ করে ঢাকার ক্লাব ক্রিকেটে যে তার ডিমান্ড কম, তাও না। প্রতি বছরই সাবিকে পেতে আগ্রহী হয়ে ওঠে ক্লাবগুলো। গত ১০ বছরে সাকিব যে কয়বার প্রিমিয়ার লিগ খেলেছেন, তার বড় সময় তিনিই ছিলেন সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার। তবে এবার সেই সাকিব নেই প্রিমিয়ার লিগে। আইসিসির সাসপেন্সনের খাঁড়ায় পড়ে মাঠের বাইরে তিনি। এখন তার বদলে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাবেন মুশফিকুর রহীম। আবাহনীর উচ্চ পর্যায়ের নির্ভরশীল সূত্র জানিয়েছে, মুশফিকুর রহীমকে তারা ৬৫ লাখ টাকায় দলে ভিড়াতে যাচ্ছেন। তার সাথে চুক্তি হয়েও গেছে। মোটা অংকের অগ্রীমও দিয়ে দেয়া হয়েছে। তারই বিনিময়ে ক্লাব ক্রিকেটে প্রথমবার আকাশী-হলুদ জার্সি গায়ে চড়াতে যাচ্ছেন সব ফরম্যাটে সবচেয়ে ধারাবাহিকভাবে ভাল খেলা এ মিডল অর্ডার ব্যাটসম্যান। এদিকে অর্থ প্রাপ্তিতে মুশফিকের খুব কাছাকাছি আছেন পঞ্চ পান্ডবের বাকি তিন সদস্য মাশরাফি, তামিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। এই তিন বড় তারকাই ৫০ লাখ টাকার ওপরে পাচ্ছেন। এর বাইরে লিটন দাস, সৌম্য সরকারসহ আরও কজন ৪০ লাখ টাকার বেশি পাবেন। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২৮ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2TnBJWs
February 28, 2020 at 03:48AM
28 Feb 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top