ইতালিয়ান কোপা দেল রে ফুটবলের সেমিফাইনালের প্রথম পর্বে ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ মুহূর্তের গোলে পরাজয় এড়িয়েছে জুভেন্টাস। এসি মিলানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইতালিয়ান জায়ান্টরা। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মিলানের গিউসিপ্পে মিয়াজ্জা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দুই দলই সমান আধিপত্য দেখায়। তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। বিরতির পর এগিয়ে যায় স্বাগতিক এসি মিলান। ম্যাচের ৬১ মিনিটে স্যামু ক্যাসতিললেজোর শট জুভেন্টাসের গোলরক্ষক বুফন ফিরিয়ে দেন। কিন্তু ফিরতি বল ভলি শটে জালে পাঠান আন্তে র্যাবিচ। তবে ৭১ মিনিটে বিপদে পড়ে স্বাগতিকরা। এসি মিলানের থিও হার্নান্দেজ দ্বিতীয় হলুদ কার্ডের কারণে লাল পেয়ে মাঠ ছাড়েন। ১০ জনের দলে পরিণত হয় এসি মিলান। পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া হয়ে পড়ে জুভেন্টাস। একরে পর এক আক্রমণ চালায় তারা। তবে শেষ দিকে এসে সাফল্যের দেখা পায় তারা। ইনজুরি সময়ে জুভেন্টাসের আক্রমণ ঠেকাতে গিয়ে এসি মিলানের ডিফেন্ডার দেভিদ ক্যালাব্রিয়ার হাতে লাগে। পরে ভিডিও অ্যাসিসট্যান্স রেফারির সহায়তা নিয়ে পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে গোল করে জুভেন্টাসকে ১-১ গোলে সমতায় ফেরান রোনালদো। অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে আগামী ০৫ মার্চ সেমিফাইনালের দ্বিতীয় পর্বে অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই দল। সূত্র : বাংলানিউজ এন এইচ, ১৪ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2SBSGMc
February 14, 2020 at 03:35AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন