ঢাকা, ১৬ ফেব্রুয়ারি - স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এশিয়া ও বিশ্ব একাদশের মধ্যে যে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে- তার দিনক্ষণ নিয়ে দেখা দিয়েছে বিভ্রান্তি! বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ সিরিজে আনুষ্ঠানিক দিনক্ষণ এখনও ঘোষণা দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে অনানুষ্ঠানিকভাবে প্রায় মাস খানেক আগে থেকেই শোনা যাচ্ছে, ঐ টি-টোয়েন্টি ম্যাচ দুটি মাঠে গড়াবে বঙ্গবন্ধুর জন্মদিন ১৭ মার্চের পরে ২১ ও ২২ মার্চ। কিন্তু (শনিবার) পড়ন্ত বিকেলে স্থানীয় একটি নিউজ টিভির অনলাইনে হঠাৎ খবর, জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে যে দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবার কথা, তার সূচি নিশ্চিত করেছে বিসিবি। প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচ দুইটি হবে ১৮ ও ২১ মার্চ। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠার কথা, ঐ ম্যাচ দুটির দিনক্ষণের ঘোষনা আসলো কোথা থেকে? বোর্ডের কোনো দায়িত্বশীল কর্তা কি অমন তথ্য দিয়েছেন? ঐ নিউজ চ্যানেলের অনলাইনে পরিবেশিত খবরে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজনকে উদ্ধৃত করেই বিশ্ব একাদশ আর এশিয়া একাদশের মধ্যে অনুষ্ঠেয় ঐ দুই ম্যাচের সূচী জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, মার্চের ১৮ ও ২১ তারিখ শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচ দুটি আয়োজন করা হচ্ছে। এশিয়ার বোর্ডগুলোকে ক্রিকেটাররা ফ্রি থাকলে তাদের খেলার জন্য পাঠানোর কথা বলা হয়েছে। এশিয়া একাদশে খেলার জন্য ভারতের পাঁচজন ক্রিকেটার চাওয়া হয়েছে। তবে কারা খেলবেন তা এখনও নিশ্চিত হয়নি। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা এর আগে জানিয়েছেন, তারা বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের ম্যাচের জন্য পাঁচজন ক্রিকেটার দেবেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বিশ্ব একাদশ আর এশিয়া একাদশের মধ্যে দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ হবে, তার দিনক্ষণ বদল হলে সেটা বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি বা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আসবে। বিসিবি সিইও কি তাহলে আজ মিডিয়ার কাছে ঐ ম্যাচের নতুন দিন তারিখ ঘোষণা করেছেন? ওপরের অংশটুকু পড়ে তাই মনে হবে। কিন্তু আসল কথা অন্য। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন নতুন দিন তারিখ ঘোষণা বহু দূরে আজ মিডিয়ার সঙ্গে শেরে বাংলায় অফিস কর্মঘন্টায় কোনো কথাই বলেননি। শনিবার সন্ধ্যায় বিসিবি সিইও নিজাম উদ্দীন চৌধুরী বিস্ময় প্রকাশ করে বলেন, কই? আমি তো অফিস আওয়ারে প্রচার মাধ্যমের সঙ্গে কোনো কথাই বলিনি। আর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে যে দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ হবার কথা, তার নতুন দিন তারিখও হয়নি। আগের সূচিই বহাল আছে। সেখানে ২১ ও ২২ মার্চ ম্যাচ দুটি আন্তর্জাতিক ম্যাচের অনানুষ্ঠানিক দিন করা আছে। এখন পর্যন্ত সেটা অপরিবর্তিতই আছে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৬ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Hs1Dmj
February 16, 2020 at 03:02AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন