ঢাকা, ১৪ ফেব্রুয়ারি- ফেডারেশন কাপে মোহামেডানের দৌড় থেমেছিল সেমিফাইনালে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষে সাদাকালোদের কোথায় দেখা যাবে সেটা সময়ের ব্যপার। তবে আজ (শুক্রবার) তারা লিগটা শুরু করলো জয় দিয়েই। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘকে ১-০ গোলে হারিয়ে লিগযাত্রা শুরু করলো সাদাকালোরা। সাদা-কালো মোহামেডানের ব্র্যান্ড হলেও লিগটা তারা শুরু করলে আকাশী-সাদা জার্সি গায়ে। এবার মোহামেডান হোম ভেন্যু হিসেবে বেছে নিয়েছে কুমিল্লার ড. ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচটি অ্যাওয়ে হওয়ায় সাদাকালো জার্সি ছেড়ে দিতে হয়েছে আরামবাগকে। কেবল ম্যাচই জেতেনি মোহামেডান, প্রতিপক্ষের চেয়ে ভালো ফুটবলও খেলেছে তারা। কয়েকটি সুযোগ নষ্ট না হলে জয়ের ব্যবধান আরো বড় হতে পারতো। তাতে কি! জয় দিয়ে শুরু করাটাই বড় কথা। মোহামেডান সেটা করেছে। মোহামেডানের জয়সূচক গোলটি করেছেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ওবি মনেকে। ৩০ মিনিটে বাম দিক দিয়ে ঢুকে দারুণ প্লেসিং শটে গোল করেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজের অভিষেক ম্যাচে। ম্যাচ শেষ হওয়ার পরই মোহামেডানের আকাশী-সাদা জার্সি পরা খেলোয়াড়রা হাতে একটি করে সাদা-কালো জার্সি নিয়ে ছুটে যান উত্তর গ্যালারির সামনে। সমর্থকদের মধ্যে উড়িয়ে মারেন সেই জার্সিগুলো। মাঠে দলের জয়, হাতে প্রিয় দলের জার্সি- অন্য রকম এক সন্ধ্যাই পার করলো মোহামেডান সমর্থকরা। এ ম্যাচের পর দলনেতা আবু হাসান চৌধুরী প্রিন্স জানিয়েছেন, আমরা প্রতিটি ম্যাচে দর্শকদের এভাবে জার্সি উপহার দেবো। ফলাফল যাই হোক। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/১৪ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2HpWF9G
February 14, 2020 at 06:10PM
15 Feb 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top