ঢাকা, ১৫ ফেব্রুয়ারি - পাকিস্তান সফরের দুই ধাপ শেষ হলো। আরেক ধাপে পাকিস্তান যাওয়ার মাঝখানে আবার ঘরের মাঠে সিরিজ বাংলাদেশের। জিম্বাবুয়ে আসছে খেলতে। আজ (শনিবার) বিকেল ৪.৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবে সফরকারিরা। এবার বাংলাদেশের মাটিতে একটি টেস্ট, তিনটি ওয়ানডে আর দুটি টি-টোয়েন্টি খেলবে জিম্বাবুয়ে। সিরিজের একমাত্র টেস্টটি মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ২২ ফেব্রুয়ারি। তার আগে অবশ্য একটি প্রস্তুতি ম্যাচও খেলবে সফরকারিরা। দুই দিনের প্রস্তুতি ম্যাচটি হবে ১৮-১৯ ফেব্রুয়ারি। তবে প্রস্তুতি ম্যাচের ভেন্যু ও প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি। টেস্টের পর ওয়ানডে সিরিজ হবে সিলেটে। ১ মার্চ সিরিজের প্রথম ওয়ানডে। পরের দুই ম্যাচ ৩ ও ৬ মার্চ। ওয়ানডে সিরিজের পর দুই ম্যাচের টি-টোয়ন্টি সিরিজ খেলতে আবারও ঢাকায় ফিরবে দুই দল। ৯ মার্চ মিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি একই ভেন্যুতে ১১ মার্চ। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৫ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2vCMn37
February 15, 2020 at 02:49AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top