ঢাকা, ২৭ ফেব্রুয়ারি - বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের বাসায় চুরি হয়েছে। তার মিরপুরের ফ্ল্যাট থেকে ২৭ ভরি স্বর্ণালংকার এবং ছয় হাজার ডলার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ বিষয়ে বুধবার সন্ধ্যায় রাজধানীর কাফরুল থানায় মামলা করেছেন তিনি। কাফরুল থানার ওসি সেলিমুজ্জামান বলেন, ঘটনাটি কীভাবে কারা ঘটিয়েছে তদন্ত করে দেখা হচ্ছে। জানা গেছে, মিরাজের মায়ের সাত ভরি আর স্ত্রীর ২০ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে। যার বর্তমান বাজারমূল্য প্রায় সাড়ে ১৬ লাখ টাকা। সোনার সঙ্গে চুরি হয়েছে ছয় হাজার মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যেটি পাঁচ লাখ ১০ হাজার টাকা। মিরপুরে বিজয় রাকিন সিটির একটি ফ্ল্যাটে থাকেন মিরাজ। জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্ট চলায় দলের অন্য খেলোয়াড়দের মতো তাকেও থাকতে হয়েছে টিম হোটেলে। হোটেলে মিরাজের সঙ্গে ছিলেন স্ত্রীও। গত পাঁচদিন তার ফ্ল্যাট ছিল ফাঁকা। বুধবার দুজন ফিরে দেখেন বাসায় চুরি হয়েছে। পুলিশ সূত্র জানায়, গত ২০ ফেব্রুয়ারি খেলার জন্য বাসা থেকে হোটেলে যান মিরাজ। খেলা শেষে বুধবার বাসায় ফিরে দেখেন ঘরের তালা ভাঙা। ভেতরে সব তছনছ। এ বিষয়ে মিরাজ সাংবাদিকদের বলেন, ঘটনাটি কীভাবে ঘটল বুঝতে পারছি না। আমি টিম হোটেল থেকে বাসায় ঢুকে দেখি সবকিছু তছনছ। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২৭ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3c63qvv
February 27, 2020 at 01:38AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top