কলকাতা, ২৬ ফেব্রুয়ারি- ভারেতর রাজধানী দিল্লিতে সংহিসতায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৩ জন। উদ্ভূত পরিস্থিতিতে মানব ধর্মের জয়গান গেয়ে বার্তা দিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান। জিনিউজের প্রতিবেদন বলছে, বুধবার সকালে নিজের টুইটারে একটি ছবি পোস্ট করেন নুসরাত। ছবিতে ধূসর ব্যাকগ্রাউন্ডে ইংরেজি অক্ষরে মুসলিম ও হিন্দু শব্দ দুটি লেখা। তবে উভয় শব্দ থেকেই ইউ এবং আই বর্ণ দুটি অনুপস্থিত। এর নিচে লেখা, তুমি (ইউ) এবং আমি (আই) ছাড়া আমরা হতে পারি না। ছবিটির সঙ্গে নুসরাত লেখেন, আমি দুঃখ ভারাক্রান্ত, মর্মাহত। আমার কষ্ট হচ্ছে। আমার দেশ জ্বলছে। ভুলে গেলে চলবে না, সবার আগে আমরা মানুষ। কেউ যেন গুজব, ভুয়া খবর কিংবা ঘৃণা না ছড়ায় সেজন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন অভিনেত্রী থেকে রাজনীতিক হওয়া নুসরাত জাহান। নুসরাত ছাড়াও টলিউডের একাধিক তারকাও দিল্লির সহিংসতা নিয়ে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন। এন কে / ২৬ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/381Crht
February 26, 2020 at 04:07PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top