খুলনা, ২৬ ফেব্রুয়ারি- বিয়ের পিঁড়িতে বসছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার সৌম্য সরকার। বুধবার মধ্যরাতে সাতপাকে বাঁধা পড়ছেন তিনি। সবকিছু ঠিক থাকলে এখন শুধু মালাবদলের অপেক্ষা। সৌম্যর পারিবারিক সূত্র জানিয়েছে, খুলনা ক্লাব মিলনায়তনে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে। আর আগামী ২৮ ফেব্রুয়ারি রাতে সাতক্ষীরা জেলা শহরের অদূরে বাগানবাড়িতে বউভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাতে দুই হাজার অতিথিকে নিমন্ত্রণ জানানো হয়েছে। বিয়ে উপলক্ষে সৌম্যর সাতক্ষীরার বাড়িতে এখন সাজ সাজ রব। ইতিমধ্যে আশীর্বাদ সেরেছেন তিনি। গেল শুক্রবার সাতক্ষীরা শহরের মধ্য কাটিয়ায় নিজ বাড়িতে তা সারেন ব্যাটিং অলরাউন্ডার। পারিবারিক ঐতিহ্য অনুযায়ী, সেই অনুষ্ঠানের সব কার্যক্রম নিষ্পন্ন হয় হরিণের চমড়ার ওপর। পাত্রী আগে থেকেই চেনাজানা। দুই পরিবারের সম্মতিতে সংসার জীবন শুরু করছেন তারা। সৌম্যর স্বপ্নের রানির বাড়ি পিরোজপুরে। তিনি খুলনায় বসবাস করেন। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। তার নাম প্রিয়ন্তী দেবনাথ পূজা। সূত্র: যুগান্তর আর/০৮:১৪/২৬ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/37Wqzxb
February 26, 2020 at 08:15AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top