টরন্টো, ২৬ ফেব্রুয়ারি- কানাডার টরন্টোতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রবিবার সাপ্তাহিক ছুটির দিনে ভাষা আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের জন্য একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। টরন্টোভিত্তিক বাংলাদেশী সাংস্কৃতিক গোষ্ঠী উদীচী শিল্পী গোষ্ঠী, আলম-পিয়া স্কুল অফ মিউজিক, বাচনিক এবং কনসুলেট জেনারেলের সদস্যরা দেশাত্মবোধক গান, নৃত্য ও কবিতা আবৃত্তির মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপহার দিয়েছেন। তাদের পরিবেশনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত বাংলাদেশের গৌরবময় ও কষ্টসাধ্য অভিযাত্রা চিত্রিত হয়েছে। অন্টারিও প্রদেশ সরকারের কর্মকর্তারা, টরন্টো ভিত্তিক কূটনীতিকরা, টরন্টো আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, বাংলাদেশী ডায়াসপোরা কমিউনিটি, কনস্যুলেটের কর্মকর্তাবৃন্দ এবং তাদের পরিবারের সদস্যরা এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভাষা শহীদ ও মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়। কনস্যুলেট জেনারেলের কর্মকর্তাগণ মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণীগুলি পড়ে শোনান। কনসাল জেনারেল নাঈম উদ্দিন আহমেদ বক্তব্য রাখেন। কনসাল জেনারেল নাঈম আহমেদ তার বক্তব্যে বলেন যে ২১ ফেব্রুয়ারি এবং ভাষা আন্দোলন আমাদের স্বাধীনতার পথ সুগম করেছে। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্যারিশম্যাটিক নেতৃত্ব, ভাষা শহীদ ও মুক্তিযোদ্ধাদের অমূল্য অবদান এবং আমাদের স্বাধীনতার পুরো যাত্রায় ৩০ লাখ শহীদকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এদিন কনসাল জেনারেল সকল বাংলাদেশী নাগরিককে ভাষা আন্দোলনের চেতনা ও ভাষা শহীদদের সর্বোচ্চ ত্যাগকে সম্মান জানিয়ে বাংলা ভাষা ও সংস্কৃতি প্রচারের জন্য আহ্বান জানান। তিনি টরন্টো এবং কানাডায় অন্যান্য প্রদেশের বাংলাদেশী প্রবাসীদের কানাডায় বাংলা ভাষার প্রচার ও বাংলাদেশী সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে তাদের অব্যাহত প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান। তিনি বিশেষত নতুন প্রজন্মকে বাংলাদেশী সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এবং তাদের আরও ভালোভাবে এবং শুদ্ধভাবে বাংলা শেখা ও কথা বলার জন্য উৎসাহ দেওয়ার আহ্বান জানান। কনসাল জেনারেল সমস্ত বাংলাদেশী নাগরিককে সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য জাতির পিতার স্বপ্নের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ থাকার আহ্বান জানান, যা তাঁর যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পূরন হতে চলেছে। এর আগে একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে কনসাল জেনারেল বাংলাদেশ ডায়াসপোরা কমিউনিটি আয়োজিত এক অনুষ্ঠানে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। ২১ ফেব্রুয়ারি সকালে কনসাল জেনারেল নাঈম উদ্দিন আহমেদ বাংলাদেশ হাউসে জাতীয় পতাকা অর্ধনমিত করেন। বাণীসমূহ পাঠ করা হয় এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের সদস্য, ভাষা আন্দোলনে শহীদ ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এবং পাশাপাশি বাংলাদেশের অব্যাহত শান্তি ও অগ্রগতির জন্য বিশেষ দোয়া করা হয়। কনসাল জেনারেল নাঈম উদ্দিন আহমেদের সভাপতিত্বে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা হয়। আর/০৮:১৪/২৫ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/391TNfp
February 26, 2020 at 06:30AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন