অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে কঠিন পরীক্ষা দিতে হবে, এ কথা নিশ্চিতভাবেই জানতেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। তাই বলে পরীক্ষা যে এতোটাই কঠিন হবে, সে বিষয়ে হয়তো ঘুণাক্ষরেও ভাবেনি লিভারপুলের কেউ। কতোটা কঠিন ছিলো? জানতে হলে চোখ রাখতে হবে পরিসংখ্যানে। যা সাফ জানান দিচ্ছে, পুরো ম্যাচের ৯০ মিনিটে একবারও অ্যাটলেটিকোর জাল বরাবর শট নিতে পারেননি সাদিও মানে, রবার্তো ফিরমিনো, মোহামেদ সালাহরা। অথচ ম্যাচের ৭৩ শতাংশ বল ছিলো লিভারপুলেরই দখলে। যেখানে লক্ষ্যেই কোনো শট করতে পারেনি তারা, সেখানে গোল আর হবে কীভাবে?! হয়নিও তা। উল্টো পুরো ম্যাচে কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলে দুইটি শট ঠিকই লক্ষ্য বরাবর রেখেছিল অ্যাটলেটিকো। জমাট রক্ষণ রেখে হুটহাট লিভারপুলের ডি-বক্সে হানা দেয়ার কাজটা ভালোভাবেই করেছে ডিয়েগো সিমিওনের শিষ্যরা। যার ফলও তারা পেয়েছে ম্যাচের একদম শুরুতেই। মঙ্গলবার রাতে নিজেদের ঘরের ওয়ান্দা মেট্রোপলিটনে মাত্র ৪ মিনিটের মাথায় সাউল নিগেজের গোলে এগিয়ে যায় অ্যাটলেটিকো। জালের খুব কাছ থেকে সহজেই লক্ষ্যভেদ করেন নিগেজ। এই এক গোলের লিডেই অজেয় লিভারপুলকে থামিয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে আপ্রাণ চেষ্টা করেও অ্যাটলেটিকোর ডি-বক্সে যুতসই আক্রমণ করতে পারেননি সালাহ-মানেরা। যার ফলে মাঠ ছাড়তে হয়েছে ০-১ গোলের পরাজয় নিয়েই। শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচটি হবে আগামী ১২ মার্চ। লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে নামবে অ্যাটলেটিকো মাদ্রিদ। সে ম্যাচে ২ গোলের কম ব্যবধান রাখতে পারলেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে সিমিওনের শিষ্যরা, শেষ ষোলোতেই বাদ পড়ে যাবে বর্তমান চ্যাম্পিয়নরা। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২০ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2T3A1cq
February 20, 2020 at 03:35AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top