মুম্বাই, ২০ ফেব্রুয়ারি - শাহরুখ খানের মা লতিফ ফাতিমা খান মারা গেছেন ১৯৯০ সালে। ম্যাজিস্টেট ছিলেন তিনি। এবার না ফেরার দেশে পাড়ি জমালেন শাহরুখ খানের আরেক মা কিশোরী বল্লাল। স্বদেশ সিনেমায় শাহরুখের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। কর্ণাটকের একটি বেসরকারি হাসপাতালে মঙ্গলবা মৃত্যু হয় তার। তার বয়স হয়েছিল ৮১ বছর। কিশোরী বল্লালের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতের সিনেমা অঙ্গণে। ১৯৬০ সালে প্রথম অভিনয় করেন কিশোরী বল্লাল। এরপর প্রায় পাঁচ দশকে ৭৫টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ২০০৪ সালে আশুতোষ গোয়াড়িকরের পরিচালনায় শাহরুখ খানের সঙ্গে স্বদেশ সিনেমাতে মায়ের চরিত্রে অভিনয় করেন কিশোরী বল্লাল। শাহরুখ ছাড়াও রানি মুখোপাধ্যায়ের আইয়া ও দীপিকা পাডুকনের লাফাঙ্গে পরিন্দে সিনেমাতেও অভিনয় করেন কিশোরী। কিশোরী বল্লালের মৃত্যুতে শোক প্রকাশ করেন পরিচালক আশুতোষ গোয়াড়িকর। এছাড়াও ভারতীয় তারকারা শোক জানাচ্ছেন তার মৃত্যুতে। এন এইচ, ২০ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/38Jcnsn
February 20, 2020 at 03:40AM
20 Feb 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top