ঢাকা, ২৪ ফেব্রুয়ারি - একটা সময় তাকে বলা হতো বাংলাদেশের ব্র্যাডমান। টেস্টে গড়টা যে ছিল ভীষণ ঈর্ষণীয়। ক্যারিয়ারের প্রথম ১০ ইনিংসে একবারও দুই অংকের নিচে আউট হননি, মুমিনুল হক মাঠে নামলেই কমপক্ষে ফিফটির আশা নিয়ে বসে থাকতেন সমর্থকরা। সেই মুমিনুল ক্রমেই তার ঈর্ষণীয় টেস্ট গড় হারিয়েছেন। গত ১৪ মাসে একটি সেঞ্চুরিও পাননি। এই সময়ে ১৪ ইনিংসে হাফসেঞ্চুরি মোটে একটি। সেটা ২০১৯ সালের সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে হারা চট্টগ্রাম টেস্টে। এরপর আরও ৭ ইনিংস পেরিয়েছে, ফিফটি পাওয়া হয়নি মুমিনুলের। ধারাবাহিকতার প্রতিমূর্তি হিসেবে প্রতিষ্ঠা পাওয়া বাঁহাতি এই ব্যাটসম্যান যেন নিজেকে হারিয়ে খুঁজছিলেন। এর মধ্যেই নেতৃত্ব পেয়েছেন। অধিনায়ক হিসেবে ৬ ইনিংসে একটিও ফিফটি নেই। অধিনায়ক যদি ছন্দে না থাকেন, তার প্রভাব তো দলের পারফরম্যান্সে পড়েই। মুমিনুল হককে নিয়ে তাই দুশ্চিন্তার শেষ ছিল না। অবশেষে সেই দুশ্চিন্তা কাটিয়ে খারাপ সময় পেছনে ফেলার ইঙ্গিত দিলেন মুমিনুল। জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টে আজ (রোববার) দেখেশুনে খেলে তুলে নিয়েছেন ফিফটি। এটি তার টেস্ট ক্যারিয়ারের ১৪তম হাফসেঞ্চুরি। ৮৪ বলের ইনিংসটি ছিল একদম টেস্ট মেজাজের। তেড়েফুরে মারার চেষ্টা করেননি, ৪ বাউন্ডারিতে সাজানো তার ইনিংসটি এবার সেঞ্চুরি হলেই হয়! সূত্র : জাগো নিউজ এন এইচ, ২৪ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2wzpTR8
February 24, 2020 at 02:29AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top