ঢাকা, ১৫ ফেব্রুয়ারি - তিন ওয়ানডে, দুই টি-টোয়েন্টি আর এক টেস্টের পূর্ণাঙ্গ সফরে রাজধানী ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আজ (শনিবার) বিকেল ৫টা নাগাদ এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল (র) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে তারা। প্রায় মাসখানেকের এ সফরে জিম্বাবুয়ে মাঠে নামবে আগামী ১৮ ফেব্রুয়ারি। তবে সেটি আনুষ্ঠানিক কোনো ম্যাচ নয়। বিসিবি একাদশের বিপক্ষে বিকেএসপির তিন নম্বর মাঠে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ক্রেইগ আরভিনের দল। এরপর ২২ ফেব্রুয়ারি টেস্টের মধ্য দিয়ে শুরু হবে সফরের আনুষ্ঠানিক লড়াই। বাংলাদেশ সফরে জিম্বাবুয়ে টেস্ট স্কোয়াড সিকান্দার রাজা, রেগিস চাকাভা, ক্রেইগ আরভিন, কেভিন কাসুজা, টিমসেম মারুমা, প্রিন্স মাসভাউরে, ক্রিস্টোফার পফু, ব্রায়ান মুদজিঙ্গানিমা, চার্ল মুমবা, টিনোটেন্ডা মুতমবদজি, আইন্সলে দলোভু, ব্রেন্ডন টেলর, ডোনাল্ড তিরিপানো এবং চার্ল্টন শুমা। জিম্বাবুয়ের বাংলাদেশ সফরের সূচি ১৮-১৯ ফেব্রুয়ারি: দুই দিনের প্রস্তুতি ম্যাচ, বিকেএসপি ২২-২৬ ফেব্রুয়ারি: একমাত্র টেস্ট, মিরপুর ০১ মার্চ: প্রথম ওয়ানডে, সিলেট ০৩ মার্চ: দ্বিতীয় ওয়ানডে, সিলেট ০৬ মার্চ: তৃতীয় ওয়ানডে, সিলেট ০৯ মার্চ: প্রথম টি-টোয়েন্টি, মিরপুর ১১ মার্চ: দ্বিতীয় টি-টোয়েন্টি, মিরপুর ১২ মার্চ: জিম্বাবুয় দলের ঢাকা ত্যাগ সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৫ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2vF3LnV
February 15, 2020 at 01:31PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top