ঢাকা, ১৫ ফেব্রুয়ারি - সঙ্গীত শিল্পী এফ এ প্রিতম প্রথম কন্যা সন্তানের বাবা হয়েছেন। সোমবার ১০ ফেব্রুয়ারি বিকেল ৫টা ২০ মিনিটে টঙ্গি প্রাইম হসপিটালে কন্যা সন্তানের জন্ম হয়। মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন এফ এ প্রিতম। মেয়ের নাম রাখা হয়েছে সাইফা মহের। এফ এ প্রিতম সবার দোয়া চেয়েছেন মা ও কন্যা দুজনের জন্য। সঙ্গীত শিল্পী এফ এ প্রিতম ভালোবেসে বিয়ে করেন ২০১৮ সালে নভেম্বরের ৪ তারিখ।দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের ইতি টেনে বিয়ে করেন এই শিল্পী। কনে মুসকান রানা, কনের বাড়ি টংঙ্গী গাজীপুর। এই ভালোবাসা দিবসে প্রকাশ হয়েছে এফ এ প্রিতম এর কণ্ঠে দুইটি নতুন গানের মিউজিক ভিডিও। একটি বাহান শিরোনামে। এটি লিখেছেন মো. বাসার তুষার, সুর করেছেন এফ এ প্রিতম ও সঙ্গীত পরিচালনা করেছেন ওয়াহীদ শাহিন। সিডি ভিশনের ব্যানারে প্রকাশ হয়েছে মাইয়া নাকি পরী শিরোনামে গানটি লিখেছেন মতলবি মল্লিক, সুর করেছেন এফ এ প্রিতম ও সঙ্গীত পরিচালনা করেছেন ওয়াহীদ শাহিন। উল্লেখ্য এফএ প্রিতম সঙ্গীত অঙ্গনে পিথ চলা শুরু ২০১৪ সালে প্রথম একক অ্যালবাম দূরত্ব সিমাহীন। প্রকাশ হয় সিডি চয়েস এর ব্যানারে। ২০১৫ প্রকশ হয় দ্বিতীয় এক অ্যালবাম স্বপ্ন নেই চোখে। অ্যালবামটি প্রকাশ হয় জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে। এরপর অসংখ্য জনপ্রিয় গান উপহার দেন তিনি। এন এইচ, ১৫ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2vz4Rld
February 15, 2020 at 01:17PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top