ইসলামাবাদ, ২১ ফেব্রুয়ারি - আন্তর্জাতিক ভাষা হিসেবে মর্যাদা রয়েছে ইংরেজির। তাই বলে পৃথিবীর সবাইকে ইংরেজি ভাষায় কথা বলা বা লেখা জানতে হবে- এমন কোনো বাধ্যবাধকতা নেই। এমনকি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি পর্যন্ত ইংরেজিতে কথা বলতে পারেন না। তাই বলে তার অর্জন, সাফল্য বা জনপ্রিয়তায় ভাটা পড়েনি কখনও। কিন্তু কোনো ক্রীড়াবিদ বা বিখ্যাত ব্যক্তিত্ব যখন একের পর এক ভুলভাল ইংরেজি চর্চা করতে থাকেন, তখন সেটি পরিণত হয় মুখরোচক আলোচনায়। ঠিক যেমনটা বারবার হয়ে থাকে পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান উমর আকমলের বেলায়। ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে উপমহাদেশের ক্রিকেটাররা বরাবরই খানিক পিছিয়ে। যাদের একদমই ইংরেজি আসে না, তারা প্রায়ই সাহায্য নিয়ে থাকেন দোভাষীর। কিন্তু নিজের অপারগতা কখনও স্বীকার করতে চান না উমর। প্রায় প্রতিনিয়ত ভুলভাল ইংরেজিতে সকলকে দেন বিনোদনের খোরাক। যার সবশেষ কাণ্ডটা ব্যাখ্যা করার সাধ্য নেই কারো। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সাবেক পাকিস্তানি অলরাউন্ডার আব্দুল রাজ্জাকের সঙ্গে একটি ছবি আপলোড করে তিনি ইংরেজি অক্ষরে লিখেছেন, মাদার ফ্রম এনাদার ব্রাদার। যার অর্থ দাঁড়ায়, রাজ্জাক তার আরেক ভাইয়ের মা। এটি যে নির্ঘাত ভুল বাক্য তা না বুঝতে পারার কিছু নেই। তিনি হয়তো লিখতে চেয়েছিলেন, ব্রাদার ফ্রম এনাদার মাদার। যার অর্থ আসলে, রাজ্জাক তার আরেক মায়ের গর্ভের ভাই। কিন্তু ইংরেজিতে এর উল্টোটাই লিখে বসেন উমর আকমল। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়, শুরু হয়ে যায় আকমলকে নিয়ে হাস্য-রসাত্মক আলোচনা। তবে কিছুক্ষণের মধ্যেই উমর টের পেয়ে যান, বড় কোনো ভুল হয়ে গেছে তার। সঙ্গে সঙ্গে মুছে দেন সেই টুইট। কিন্তু উমর নিজে মুছলেই কী? ততক্ষণে সেই টুইটের স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে পুরো নেট দুনিয়ায়। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২১ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/39QADcf
February 21, 2020 at 02:36AM
21 Feb 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top