নয়াদিল্লী, ১৯ ফেব্রুয়ারি - ব্যাট হাতে মাঠে নামা মানেই নতুন কোনো রেকর্ড- ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির জন্য নিত্যনৈমিত্তিক ঘটনাই বলা চলে এটি। ক্রিকেট মাঠে রেকর্ডের পর রেকর্ড গড়া ঠিক যেনো বাঁহাতের খেল কোহলির জন্য। যদিও সাম্প্রতিক সময়ে নিজের মানের তুলনায় খানিক অফফর্মেই রয়েছেন তিনি। শুধু ক্রিকেট মাঠেই সীমাবদ্ধ কোহলির দাপট, তা কিন্তু নয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামেও চলছে ভারতীয় অধিনায়কের রাজত্ব। ব্যাট হাতে রেকর্ডের বন্যা বইয়ে দেয়া কোহলি এবার, নতুন রেকর্ড গড়েছেন ইন্সটাগ্রামেও। ভারতের প্রথম ব্যক্তি হিসেবে ইন্সটাগ্রামে ৫ কোটি অনুসারী হয়েছে কোহলি। বলিউডের বিখ্যাত তারকাদের পেছনে ফেলে সবার আগে ৫ কোটিতে নাম লিখিয়েছেন তিনি। ভারতীয়দের মধ্যে এখন স্বাভাবিকভাবেই সবার ওপরে কোহলি। তার পরেই রয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা। সাম্প্রতিক সময়ে হলিউডেও বেশ কিছু কাজ করা এ নায়িকার অনুসারী সংখ্যা প্রায় ৪ কোটি ৯০ লাখ। এছাড়া আরেক অভিনেত্রী দীপিকা পাডুকনের অনুসারী সংখ্যা ৪ কোটি ৪০ লাখ। তবে সবমিলিয়ে সারা বিশ্বব্যাপী হিসাব করলে বেশ পিছিয়েই রয়েছেন কোহলি। ইন্সটাগ্রামে সবচেয়ে বেশি অনুসারী ইন্সটাগ্রামেরই অফিসিয়াল একাউন্টে। এছাড়া পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর রয়েছে ২০ কোটির বেশি অনুসারী। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৯ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2vOqzBG
February 19, 2020 at 02:13AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন