ঢাকা, ১৯ ফেব্রুয়ারি - ইসলামিক দেশগুলোর সংগঠন ওআইসির (অর্গানাইজেশন অব ইসলামিক কান্ট্রি) ঢাকাকে ইয়ুথ ক্যাপিট্যাল হিসেবে ঘোষণা করেছে আগেই। আগামী ১২ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন এই ইয়ুথ ক্যাপিটালের। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, মুজিববর্ষকে আকর্ষণীয় ও স্মরণীয় করে রাখতে ঢাকাকে ওআইসি ইয়ুথ ক্যাপিট্যাল হিসেবে উদযাপন করা হবে। এই উদযাপনের অংশ হিসেবেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বছরের শেষ দিকে আয়োজন করবে একটি ৮ জাতি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। যেহেতু ইয়ুথ ক্যাপিট্যাল উদযাপন, তাই টুর্নামেন্ট হবে দেশগুলোর যুব (অনূর্ধ্ব-১৯) দল নিয়ে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, নভেম্বরের দিকে হবে এই টুর্নামেন্ট। এ নিয়ে বাফুফেকে একটা বাজেট তৈরি করে দিতে বলা হয়েছে। কোন কোন দেশকে দেখা যাবে এই যুব টুর্নামেন্টে? কোন কোন দেশকে আমন্ত্রণ জানানো হবে, তা এখনো ঠিক হয়নি। তবে অবশ্যই দেশগুলো ওআইসির (অর্গানাইজেশন অব ইসলামিক কান্ট্রি) সদস্য হবে। যাদের আমন্ত্রণ জানাবো তারা সবাই যে আসতে পারবে তা তো নয়। কয়েকদিনের মধ্যে একটি সভা করে এ বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করা হবে। ইয়ুথ ক্যাপিটাল উদযাপন করতে বাংলাদেশ কি প্রস্তুতি নিচ্ছে? তা নিয়ে আজ (মঙ্গলবার) সচিবালয়ে একটি সভাও হয়েছে। ইসলামিক কো-ওপারেশন ইয়ুথ ফোরাম-এর একটি কারিগরি প্রতিনিধি দল এ সভায় মত বিনিময় করেছেন মন্ত্রণালয়, অধিদপ্তর, বিভাগ ও দপ্তরসমূহের সদস্যদের সঙ্গে। যুব ও ক্রীড়া সচিব মো. আখতার হোসেন এ সভায় সভাপতিত্ব করেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষে সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ। সভা শেষে তিনি বলেছেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই টুর্নামেন্ট আয়োজন করবে। আমাদের একটি বাজেট তৈরি করে দিতে বলা হয়েছে। আমরা সেভাবেই কাজ করছি। ছেলেদের পাশপাশি মেয়েদের নিয়েও একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট করা যায় কিনা সে বিষয়েও আলোচনা করেছি আমরা। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৯ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2uVrj84
February 19, 2020 at 02:19AM
19 Feb 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top