নীলফামারী, ১১ ফেব্রুয়ারি - আর মাত্র তিনদিন। বৃহস্পতিবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের দ্বাদশ আসর। দলগুলো প্রস্তুত। প্রস্তুত দেশের ৭টি ভেন্যু। প্রস্তুত দর্শকরা, দেশের শীর্ষ এই ফুটবল প্রতিযোগিতা দেখার জন্য। গত মৌসুমে ঘরোয়া ফুটবলের শীর্ষ আসরে নাম লিখিয়েই তিনটি ট্রফির দুটি ঘরে তুলেছিল বসুন্ধরা কিংস। প্রিমিয়ার লিগ ও স্বাধীনতা কাপ জয়ীরা এবার মৌসুম শুরু করেছে ফেডারেশন কাপের ট্রফি জিতে। লক্ষ্য তাদের তিনটি ট্রফিই। যে কারণে, গতবারের চেয়ে এবার আরো বেশি শক্তি নিয়ে মাঠে নামছে তারা। ফেডারেশন কাপ জিতে শুরুটাও দুর্দান্ত করেছে বসুন্ধরার কিংসরা। গত আসরের মতো এবারও বসুন্ধরা কিংসের হোম ভেন্যু নীলফামারীর শেখ কামাল স্টেডিয়াম। ১৩ ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচ খেলতে ইতিমধ্যেই হোম ভেন্যুতে পৌঁছেছে চ্যাম্পিয়নরা। বৃহস্পতিবার ঘরের মাঠে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ পূণরায় প্রিমিয়ার লিগে ফিরে আসা উত্তর বারিধারা। কলিন্দ্রেসরা নীলফামারীতে পৌঁছানোর পর বসুন্ধরা কিংসের শতশত সমর্থক ফুটবলারদের ফুলের মালা দিয়ে বরণ করেছে। চ্যাম্পিয়ন দলের সমর্থকদের প্রত্যাশা এবার তাদের দল সবকটি ট্রফি জিতবে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১১ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/38rV5A9
February 11, 2020 at 02:56AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top